X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা উচিত: ড. জাফর ইকবাল

শাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪

শাবিতে ‘জোহা দিবস’ পালিত শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘জাতীয় শিক্ষক দিবস হিসেবে শহীদ শামসুজ্জোহা দিবসের থেকে উপযুক্ত দিন আর হয় না। যদি কোনও দিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করতে হয় তাহলে আজকের এই দিবসকে ঘোষণা করা উচিত।’

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জোহা দিবস’ উদযাপন উপলক্ষে শহীদ শামসুজ্জোহা স্মরণ কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাফর ইকবাল আরও বলেন, ‘দিবসটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে দাবি জানালেও এটি যে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা হয়ে যাবে এমন না। আজকের দিনটা উপযুক্ত। কিন্তু আমরা এটি দিবস হিসেবে পাবো কিনা জানি না। এর জন্য চেষ্টা করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে।’

এর আগে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শাবিতে ‘জোহা দিবস’ পালিত

পরে দিবসটি উপযাপন ও জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দিবসটি উপযাপন কমিটির আহ্বায়ক মো মইনুদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা প্রমুখ। এসময় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য ইউশা রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রুপেল চাকমা প্রমুখ। এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও প্রক্টর ড. শামসুজ্জোহা তৎকালীন পুলিশের গুলি ও বেয়োনেটের আঘাতে শহীদ হন। তার স্মরণ আজকের দিনটিকে প্রতিবছর উদযাপন করা হয়। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা