X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘জোহার আত্মদান স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছে’

রাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯

‘জোহার আত্মদান স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছে’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক শহীদ ড. শামসুজ্জোহার আত্মদান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছে বলে মন্তব্য করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শ্যামল চক্রবর্তী । সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে ড. শামসুজ্জোহার ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘চরিতার্থ এক বিজ্ঞান জীবন: নির্মিতি ও সমকালের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এই স্বারক বক্তৃতার আয়োজন করে।
শ্যামল চক্রবর্তী বলেন, ‘শিক্ষক সমাজ ও জাতির মেরুদণ্ড। তবে ভঙ্গুর মেরুদণ্ড নিয়ে দিন পার করলে জাতির যে ঋজু মেরুদণ্ড নির্মাণ হয় না, নিজের জীবন উৎসর্গ করে তা আমাদের জানিয়ে গিয়েছেন ড. শহীদ শামসুজ্জোহা। তার এই আত্মদান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছে।’
তিনি আরও বলেন, ‘সবাইজোহা হতে পারবে না। তবে কউে যে হবে না তা নয়। যারা লড়াইয়ের ময়দানে নানা সময়ে আমাদের সামিল করেছেন ড. জোহা ছিলেন তাদের উত্তরসূরী।’
রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি ড. জোহার যে তাগিদ ছিল সেটা সবারই থাকে না। ড. জোহার মৃত্যুর মধ্যদিয়ে আমাদের স্বাধীনতার আন্দোলনের সূত্রপাত হয়। তার এই আত্মাহুতি বৃথা যায়নি। পরবর্তী সময়ে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে এ আত্মহুতি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা। এতে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া