X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি মহাপরিচালক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪২

সাংবাদিকদের ব্রিফ করেন বিজিব মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুর রহমান ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুর রহমান। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনা তদন্তে উপ-মহাপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

১২ ফেব্রুয়ারি ওই সংঘর্ষে তিনজন নিহতের পর সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে তিনি পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় সারা দেশের সীমান্ত পাহারায় বিজিবিকে সহযোগিতা ও সমর্থনের জন্য সবার প্রতি আহ্বান জানান শাফিনুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার খন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার মতিউর রহমান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সামসুল আরেফিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মুহা. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর ব্যাটেলিয়ন অধিনায়কসহ বিজিবির কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় দুই বিজিবি সদস্যসহ ২৮ জন আহত হন। একটি বাড়ি থেকে ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে বিজিবির এমন অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। যদিও গ্রামবাসী দাবি করেন গরুগুলো ভারতী নয়, তাদের নিজেদের।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!