X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২৬ দিন ধরে বিকল কুমেকের সেন্ট্রাল অক্সিজেন পাইপ, দুর্ভোগে রোগীরা

কুমিল্লা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন পাইপ ২৬ দিন ধরে বিকল থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ সমস্যা শুরু হয়েছে। অক্সিজেন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের সহস্রাধিক রোগী। জরুরী অক্সিজেন না পাওয়ায় অন্যত্র নিতে গিয়ে কয়েকজন রোগী মারাও গেছেন বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা ।

অক্সিজেন ও নাইট্রার্স ব্যবস্থাপক মো. মহসিন উদ্দিন জানান, ‘হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং এর কাজ করতে গিয়ে অসতর্কতাবশত মাটির গভীরের অক্সিজেনের মূল ট্যাংকির পাইপের মধ্যে লেগে যায়। এতে হাসপাতালের অক্সিজেন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে  হাসপাতালের জরুরি বিভাগসহ ২৪টি ওয়ার্ড ও অপারেশন থিয়েটারের কাজ ব্যাহত হচ্ছে।’  

চিকিৎসকরা জানান, অক্সিজেন সংকটে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরী অবস্থায় বাইরে থেকে কিনে আনা মিনি গ্যাস সিলিন্ডার দিয়ে কিছু অস্ত্রোপচার করা হচ্ছে।

রোগীর স্বজন আমেনা আক্তার বলেন, ‘রোগীর শ্বাসকষ্ট হলেও হাসপাতালে অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখেননি।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী বলেন, ‘সাময়িকভাবে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। নতুন লাইন বসাতে ৫৮ লাখ টাকার প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়