X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রংপুরের ছয় উপজেলায় ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

রংপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৬

রংপুর

উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ছিল উপজেলা পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ।

তাদের মধ্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন করেছে বলে জানান নেতারা। এছাড়াও আওয়ামী লীগ,জাতীয় পার্টি, জাকের পার্টি ও পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রংপুরের বদরগজ্ঞ উপজেলা পরিষদে আওয়ামী লীগের ফজলে রাব্বি, বিএনপির সায়েদুল ইসলাম, জাকের পার্টির আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের রুহুল আমিন, বিএনপির মোকাররম হোসেন সুজন। তারাগজ্ঞ উপজেলায় আওয়ামী লীগের আনিসুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির শাহিনুর রহমান মার্শাল। কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম মায়া, জাতীয় পার্টির মো. শাহিন অ্যাডভোকেট। পীরগজ্ঞ উপজেলায় আওয়ামী লীগের নুর মোহাম্মদ মণ্ডল, জাতীয় পার্টির নুর আলম যাদু, পিপলস পার্টির মাহবুবার রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোকারম হোসেন জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন। পীরগাছায় আওয়ামী লীগের আব্দুল্লা আলম মাহমুদ মিলন, জাতীয় পার্টির মাহবুবার রহমান।

এদিকে বদরগজ্ঞ উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়দুল ইসলাম বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওবার কথা জানালেন গঙ্গাচড়া উপজেলা বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন। এছাড়া পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন অনু বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই অংশ নিয়েছে বলে তিনি জানান।

আওয়ামী লীগ প্রার্থীরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ প্রকাশ করলেও বিএনপি প্রার্থীরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে তারাগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মার্শাল জানান, তাকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর কারণ কি জানতে চাইলে তিনি এ ব্যাপারে পরে জানাবেন বলে বাংলা ট্রিবিউন প্রতিনিধিকে জানান।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, বুধবার (২০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র বাছাই করা হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস