X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীকে হত্যা: পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা-ধাওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৮

লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দিচ্ছে উত্তেজিত স্বজন ও এলাকাবাসীদের

নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক মাটি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর এমএবি ইটভাটার পাশের একটি ঘর থেকে ব্যবসা রফিকুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আব্দুল হক।

এসময় পুলিশের সঙ্গে নিহতের স্বজন ও এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করলেও রুপগঞ্জ থানার ওসি তা অস্বীকার করেছেন।

ব্যবসায়ী রফিকুল ইসলাম হত্যার ঘটনায় আটক তিন শ্রমিক হলেন, জাহাঙ্গীর, টিটু ও মোতালেব।

নিহত রফিকুল ইসলাম দাউদপুর ইউনিয়নের দেলদুয়ার এলাকার শাহজাহান সিরাজের ছেলে। তিনি দাউদপুর এলাকার কয়েকটি ইট ভাটায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

নিহত রফিকুল ইসলামের বাবা শাহজাহান সিরাজ জানান, রফিকুল সোমবার সন্ধ্যায় ইটভাটায় দেওয়া মাটির বকেয়া টাকা তুলতে বাসা থেকে বের হয়। কিন্তু রাতের আর বাসায় ফিরেনি। সকালে দাউদপুরের এমএবি ইটভাটার পাশের একটি ঘরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রফিকুল সব সময় একটি বড় তোয়ালে ব্যবহার করতো। তার গলায় সেই তোয়ালে প্যাচানো ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপগঞ্জ থানার ওসি আব্দুল হক, এসআই রহুল আমিন ও এএসআই  রিয়াজসহ পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে লাশ নিয়ে যায়। এসময় কোনও ধরণের জিজ্ঞাসাবাদ ছাড়া তিন শ্রমিককে একটি সিএনজিতে উঠিয়ে পুলিশকে দ্রুত এলাকা ছাড়তে দেখে নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এর কারণ জানতে চায়। পুলিশ কোনও উত্তর না দেওয়ায় উত্তেজিত জনতা এএসআই  রিয়াজ ও কনস্টেবল সফিকে আটক করে। পরে তাদের কিলঘুষ দিয়ে একটি রুমে আটকে রাখে। এসময় তাদের ছাড়াতে গিয়ে মানবজমিন পত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীন জয়সহ বেশ কয়েজন আহত  হয়েছেন।

এছাড়াও উত্তেজিত জনতা বেলদী বাজারে ধাওয়া করে লাশবাহী গাড়িটি আটকা করলে পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে লাশ নিয়ে যায়। পরে ভোলাবো ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম উত্তেজিত লোকজনকে বুঝিয়ে শান্ত করে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেয়।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক দুই পুলিশ সদস্যকে মারধর করে আটক ও ফাঁকা গুলির অভিযোগ অস্বীকার করে বলেন,‘স্বজন হারানোয় লোকজন আবেগ প্রবণ হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। এসময় তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন,‘রফিকুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা কি কারণে রফিকুল ইসলামকে হত্যা করলো তা তদন্ত করে বের করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি