X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আই অ্যাম নট স্যাটিসফাইড: রসিক মেয়র

রংপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রসিক মেয়র রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র ও জাতীয় পার্টি নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘গত একবছরে আমার আমলে যে উন্নয়ন হয়েছে, তাতে আই অ্যাম নট স্যাটিসফাইড। সে কারণে সিটি করপোরেশনের প্রধান গেটটি নির্মাণের প্রপোজাল থাকলেও আমি সেটি করিনি। আমি আগে নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। পরে নিজের ঘর ঠিক করতে চাই। তবে আগামী দুবছরে দৃশ্যমান উন্নয়নযজ্ঞ দেখতে পাবেন নগরবাসী।’

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বর্তমান পরিষদের এক বছর পূর্তিতে নাগরিকদের মুখোমুখি অনুষ্ঠানে রসিক মেয়র এসব কথা বলেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে নগর ভবন প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। সিটি করপোরেশনের সচিব আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠান হয়।  এ সময় মেয়রের সঙ্গে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু, কবি ও নাট্যকার মনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগম, নাটক্যর্মী হাসান আহমেদ, তাজ আহমেদ, ব্যবসায়ী নেতা এমজি সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, তৌহিদুল ইসলাম, হারাধন রায়, শফিকুল ইসলাম মিঠু, আমিনুল ইসলাম, ফেরদৌসি বেগম।

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘ঠিকাদার ব্যর্থতার কারণে বিগত মেয়রের আমলে কার্যাদেশ পাওয়া কাজগুলোর মধ্যে নগরীতে ১২টি কাজ শুরু করে ঠিকাদাররা কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে নগরবাসী মহা দুর্ভোগের শিকার হয়েছেন। যার কারণে আমার প্রথম বছরে নগরীর এই মহা দুর্ভোগ লাঘবে কাজগুলো সম্পন্ন করতে পারিনি। আমি পরিষদকে সঙ্গে নিয়ে এরকম ১২টি কাজের কার্যাদেশ বাতিল করে দিয়েছি। বাতিল করতে গিয়ে প্রসেসিংয়ে সময় লেগেছে। কারণ যতটুকু কাজ হয়েছে তার এস্টিমেট করার পর তার জামানত বাতিল করে মামলা করতে হয়েছে। মামলার জাবেদা কপি দিয়ে প্রকল্প পরিচালককের কাছে আবেদন করে কাজ বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনও কাজে আর দরপত্র দিতে পারবেন না।’

মেয়র স্মার্ট আধুনিক নাগরিকবান্ধব নগরী বিনির্মানে নাগরিক, রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চান।

সকালে মেয়রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী