X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০
চকবাজার ট্র্যাজেডি

নোয়াখালীর ১২ জনের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬

নোয়াখালীতে চকবাজারের আগুনে নিহত একজনের জানাজা ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়িসহ বিভিন্ন উপজেলায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নোয়াখালীর শনাক্ত ১২ জনের দাফন নিজ নিজ পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চত করেছে।

স্বজন ও স্থানীয়দের তথ্য মতে, অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার নিহতদের মধ্যে মোট ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন—সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সাহেব আলীর দুই ছেলে মাসুদ রানা (৩০) ও মাহাবুবুর রহমান রাজু (২৮), পশ্চিম নাটেশ্বর গ্রামের মিয়ন হাজী বাড়ির মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন (৫৫), নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমদের ছেলে হেলাল উদ্দিন, মমিন উল্যার ছেলে শাহাদাত হোসেন হিরা (২৭), মৃত গাউছ আলমের ছেলে নাছির উদ্দিন (২৯), মধ্য নাটেশ্বর ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির সিদ্দিকুল্লাহ, নাটেশ্বর গ্রামের রহীমের স্ত্রী আয়শা খাতুন (৩২) ও পার্শ্ববর্তী বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার, বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের কামাল হোসেন (৪৫) ও কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত শহীদ উল্যাহর ছেলে জসিম উদ্দিন (৪৫)।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন জানান, নিহতদের মধ্যে শুক্রবার সকাল ৮টায় পূর্ব নাটেশ্বর গ্রামের হেলাল উদ্দিনের, ৯টায় ঘোষকামতা গ্রামের দুই সহোদর মাসুদ রানা ও মাহাবুবুর রহমান রাজুর, সাড়ে ৯টায় নাছির উদ্দিনের, ১০টায় শাহাদাত হোসেন হিরার, সাড়ে ১০ টায় সিদ্দিকুল্লাহর ও দুপুরে আয়শা খাতুনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৩টায় পশ্চিম নাটেশ্বর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেনের দাফন সম্পন্ন হয়।

এছাড়া, শুক্রবার সকাল সাড়ে ৮টায় অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের আবদুর রহিম ও বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার এর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় বেগমগঞ্জের মুজাহেদপুরে কামাল হোসেনের এবং কোম্পানীগঞ্জের জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই