X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামিকে গাঁজাসহ আটক

বেনাপোল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৭

গ্রেফতার

যশোরের শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামি ও মাদক ব্যবসায়ী রাজু মল্লিককে (৪০) ১২ কেজি গাঁজাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শার্শা উপজেলার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ সড়কের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক রাজু মল্লিক উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান নিয়ে মাদক চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু মল্লিককে ১২ কেজি গাঁজাসহ আটক করে। আটক রাজু মল্লিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য,যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি রাজু মল্লিক। এছাড়াও তার নামে হত্যা ও মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে। এর আগে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় রাজু মল্লিকসহ কয়েকজন মিলে সাংবাদিক জামালকে হত্যার হুমকি দেয়। এতে জামাল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের এক সপ্তাহের মধ্যে ২০১২ সালের ১৫ জুন রাত ১১টার দিকে সাংবাদিক জামালকে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে চোরাকারবারিরা। এ ঘটনায় সাংবাদিক জামালের বাবা সাতজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেন। তার মধ্যে রাজু মল্লিক এ মামলার প্রধান আসামি ছিল। গত বছরের অক্টোবর মাসের ২ তারিখে তাকে আটক করা হলেও কয়েক মাস পরেই সে জামিনে বের হয়ে আবার চোরাকারবারি চালিয়ে যেতে থাকে। শুক্রবার বিকালে ১২ কেজি গাঁজাসহ তাকে আবার আটক করা হয়েছে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম গাঁজাসহ রাজু মল্লিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি