X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া-তারেকের অপকর্ম নিয়ে গণশুনানির দরকার ছিল: নৌ-প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২

খালিদ মাহমুদ চৌধুরী (ছবি সংগৃহীত)

কারাবন্দি খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘অপকর্ম’ নিয়ে দেশে আগেই গণশুনানি হওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর জনগণের অংশগ্রহণে দেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অথচ জনগণকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট সেই নির্বাচন নিয়ে গণশুনানি শুরু করেছে। এই গণশুনানির আগে বিএনপি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের অপকর্ম নিয়ে গণশুনানি করার দরকার ছিল।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিরল মহিলা কলেজের সামনে চারতলাবিশিষ্ট বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছেন চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখার জন্য। কিন্তু ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে তারা যে ১৫০ জনকে পুড়িয়ে হত্যা করেছিল, তাদের কাউকে সেসময় তারা দেখতে যাননি।’

শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ পরিচালনা করে বলেই বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। ভবিষ্যতে এই উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকবে।’

নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ, গরিব দেশ নয়। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। পদ্মাসেতুর মতো মেগাপ্রজেক্ট নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করার মতো আমাদের ক্ষমতা রয়েছে। কাজেই বাংলাদেশকে আর অবহেলা করার কোনও সুযোগ নেই।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন চলছে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপি হেরে গেছে। বিএনপি একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে বাণিজ্যে ব্যস্ত ছিল। তারা মনে করছে যাকেই মনোনয়ন দেবে তাকে জনগণ ভোট দেবে। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’

ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০০১ সালে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। বিএনপি শায়খ আব্দুর রহমানকে তৈরি করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তৈরি করেছিল, যা বিশ্ববাসী দেখেছে।’

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম অরু। এ সময় আরও উপস্থিত ছিলেন— ডেপুটি কমান্ডার রহমান আলী, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক রমাকান্ত রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক