X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শত্রুতার জেরে কেটে ফেলা হলো মুকুলসহ আমগাছ

দিনাজপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৬

মুকুলসহ কেটে ফেলা গাছ সবেমাত্র মুকুল এসেছিল কলম থেকে চারা করা গাছগুলোতে। কিন্তু ওই মুকুল থেকে আম হওয়ার আগেই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আমগাছগুলোর মালিক।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাছ মালিক আবদুল বাতেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, মাস চারেক আগে আবদুল বাতেনের জমি থেকে চারটি আমগাছ উপড়ে নিয়ে যায় তেঁতুলিয়া ইউনিয়নের ড্রাইভারপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে সাবু, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুল রহমান, মোতাহার হোসেনের ছেলে মশিউর রহমান ওরফে ডন। পরে বিষয়টি নিয়ে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয় এবং স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়। এরই মধ্যে গত শুক্রবার দিবাগত রাতে আবদুল বাতেনের জমিতে লাগানো শতাধিক আমগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

আবদুল বাতেন জানান, সবেমাত্র গাছগুলোতে মুকুল এসেছে এমন সময়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনার জন্য সাবু, সাইদুল রহমান ও মশিউর রহমান দায়ী বলে অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তিরা জমির ফসল, গাছ ও পুকুরের মাছ নষ্ট করার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ তার।

ঘটনার পর অভিযুক্তদের এলাকায় পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, অভিযোগের পর থেকেই তারা এলাকায় নেই।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সঠিক তদন্তসাপেক্ষে ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না