X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উপজেলা নির্বাচন: আ.লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৯:৪২আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৪২

মামলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান সাইদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। তারা শুক্রবার একে অপরের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলা দুটি করেন।

স্থানীয় সূত্র জানায়, হরিামপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেওয়ান সাইদুর রহমানের সঙ্গে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং স্বতন্ত্র প্রার্থী আলী হায়দারের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে আলী হায়দারের সমর্থক পলাশ মিয়াকে মারধর করেন দেওয়ান সাইদুর রহমানের লোকজন। এ ঘটনার পর সাইদুর রহমানের সমর্থক দেলোয়ার হোসেনকে মারধর করে আলী হায়দারের লোকজন। পরে এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করেছেন। 

এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আলী হায়দার জানান,  বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কাণ্ঠাপাড়া বাজারে তার (হায়দার) সমর্থক পলাশ মিয়াকে মারধর করেন দেওয়ান সাইদুর রহমানের কর্মী-সমর্থকরা। এ সময় সাইদুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি খবর পেয়ে লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়ে সাইদুরের সমর্থক দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে যাওয়ার পথে সাইদুর রহমানের লোকজন তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় তারা থানায় গিয়ে আশ্রয় নিলে সাইদুরের লোকজন থানার বাইরে অবস্থান নেয়। পরে পুলিশ প্রহরায় তিনি ও তার লোকজন বাড়ি যান।

তবে দেওয়ান সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে কাণ্ঠাপাড়া বাজারে তার সমর্থক দেলোয়ার হোসেনকে ব্যাপক মারধর করে আলী হায়দারের লোকজন। গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তার কয়েকজন সমর্থক বাজারে আলী হায়দারের লোক পলাশকে চরথাপ্পর দেয়। এ ঘটনায় হায়দার তার লোকজনের নিয়ে তাদের ওপর হামলা করে।

হরিরামপুর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় শুক্রবার দুই পক্ষই থানায় মামলা করেছেন। আলী হায়দারের পক্ষে পলাশ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এতে শুভ মল্লিক (২৬), মো. জ্যোতি (২৮), কামাল হোসেন (৪০) এবং দেলোয়ার হোসেনসহ (২৮) নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-২৬ জনকে আসামি করা হয়েছে। অপর মামলাটি দেওয়ান সাইদুরের পক্ষে করেন দেলোয়ার হোসেন। এই মামলায় পলাশ মিয়া (৩৫), নাঈম হোসেন (২৬), মিনহাজ হোসেন (৩০) এবং ওয়াজেদ আলীসহ (৫০) আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন,‘দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!