X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরগুনার ৫ উপজেলায় নৌকার প্রার্থী হলেন যারা

বরগুনা প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৯:৪০আপডেট : ০২ মার্চ ২০১৯, ২০:০৪

 

 

 

বরগুনার ৫ উপজেলায় নৌকা প্রতীক পেলেন যারা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থধাপে বরগুনার ৫টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। শুক্রবার (০১ মার্চ) রাতে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। শনিবার (২ মার্চ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- বরগুনা সদর উপজেলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওয়ালি উল্লাহ, আমতলী উপজেলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার, বামনা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, পাথরঘাটা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও বেতাগী উপজেলা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশিদুল আলম, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, মাহবুবুউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবুল হাসনাত আব্দুল্লাহসহ মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা।
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলায় মনোনয়ন পাওয়া শাহ মোহাম্মাদ ওয়ালি উল্লাহ অলি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন তাই বরগুনা সদর উপজেলাবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ৩১ মার্চ বরগুনা সদর উপজেলার জনগণ উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে প্রত্যাশা করি।’

বামনা উপজেলায় মনোনয়ন পাওয়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু এজন্য বামনাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি নির্বাচিত হলে আগামী দিনে বামনা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।




নৌকার মনোনয়ন পাওয়া আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম দেলোয়ারও মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ১৬ জেলার ১২২ উপজেলায় ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ০৪ মার্চ, বাছাই ০৬ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!