লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল পাওয়া গেছে। সোমবার রাতে (৪ মার্চ) মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় স্থানীয় লোকজন পুকুর খনন করার সময় একটি মর্টারশেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টারশেলটি উদ্ধার করে থানায় হেফাজতে রেখেছে।
ওসি ওমর ফারুক বলেন, ‘মর্টারশেলটিতে মরিচা পড়েছে। এসব মর্টারশেল মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ এপ্রিল একই এলাকায় পুকুর খনন করার সময় আরও একটি মর্টারশেল পাওয়া গিয়েছিল।