X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ২০:০০আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:১৩

সেনা সদস্য আজিজুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুরে আজিজুল ইসলাম (২৮) নামের এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আজিজুল ইসলাম মহেড়া ইউনিয়নের দেওভোগ দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে আর্টিলারি কোরে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে দেওভোগ গ্রামের বাকী মোল্লার ছেলে কামরুল ও আব্দুর রউফ মিয়ার ছেলে রাসেলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওইদিনই স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার (৮ মার্চ) সালিশি বৈঠক ডাকেন। কিন্তু কামরুল এ বৈঠকের আগেই গতকাল বৃহস্পতিবার রাতে রাসেলকে মারধর করে। এদিকে, রাসেলের বড় ভাই সেনা সদস্য আজিজুল ইসলাম বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়ি এসে এ ঘটনা জানতে পারেন।

বিরোধ মীমাংসার কথা হওয়ার পরও কেন তার ভাইকে মারধর করা হলো তা জানতে শুক্রবার সকালে আজিজুল তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে গ্রামের উত্তরপাড়া রফিক মোল্লার বাড়ির কাছে যান। সেখানে একপর্যায়ে উভয়পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সেনা সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। এর মধ্যে সেনা সদস্য আজিজুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও অন্য আহতদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ওই সেনা সদস্যকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি একেএম মিজানুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!