X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
উপজেলা পরিষদ নির্বাচন রবিবার

সুনামগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৫:২৬আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৫:৩৪

 

নির্বাচনি সরঞ্জাম প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৯ উপজেলায় রবিবার (১০ মার্চ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীদের সদস্যদের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। পুলিশ ও আনসারের পাশাপাশি নির্বাচনি এলাকায় ২১ প্লাটুন বিজিবি, ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন করার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে। নিরপেক্ষতার শঙ্কায় ইতোমধ্যে জামালগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।’

এদিকে, শনিবার (৯ মার্চ) সকালে জেলার সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আইনগত দিক-নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ। সেখানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, রিটার্নিং অফিসার (সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, শাল্লা ও ধর্মপাশা) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ, মোরাদ উদ্দিন হাওলাদার, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (দক্ষিণ সুনামগঞ্জ, তাহিরপুর, ছাতক, দিরাইও দোয়ারাবাজার) এবং পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৩৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি শেষ করেছে। রবিবার সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!