X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

পাটের ব্যাগ ব্যবহার করলে পলিথিন এমনিতেই বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:৫৩

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন পাটের ব্যাগ পরিবেশ বান্ধব উল্লেখ করে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পাটের ব্যাগ ব্যবহার শুরু করলে, পলিথিন এমনিতেই বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘পরিবেশের জন্য পলিথিন ক্ষতিকর। আমরা এর ব্যবহার বন্ধ করে দিলে, তখন এমনিতেই পলিথিন বন্ধ হয়ে যাবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে অর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শনিবার (৯ মার্চ) দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়ায় বর্ষীজুড়া ইকোপার্ক পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যে রাস্তা ও ট্রেন লাইন রয়েছে, সেটি নতুনভাবে নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। রেল লাইন সরানোর বিষয়টি চিন্তাভাবনায় আছে, তবে পাকা রাস্তা বন্ধ না করে উভয় পাশে কাঁটাতারের বেড়া দিয়ে ফেনসিং করার পরিকল্পনা আছে। এটি বাস্তবায়িত হলে লাউয়াছড়া বনে আর বন্যপ্রাণী সড়ক দুর্ঘটনায় মারা যাবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—এমপি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, ফুটবল ফেডারেশনের সভাপতি মো আক্তরুজ্জামান, জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কুসহ বভাগীয় বন কর্মকর্তারা।

এর আগে মন্ত্রী হযরত শাহ মোস্তফা (রা.) এর মাজার ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর কবর জিয়ারত করেন। বিকালে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলার তিনটি আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো