X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্বৃত্তের হুমকিতে বন্ধ ছিল সাজেকে পানি সরবরাহ

রাঙামাটি প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১৩:০৬আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৩:০৯





পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি (ছবি: সংগৃহীত) রাঙামাটির বাঘাছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৬ মার্চ (বুধবার) পর্যন্ত পানি সরবরাহ বন্ধ ছিল। ফলে সেখানকার কয়েকটি কটেজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে গত বুধবার থেকে পুনরায় পানি সরবরাহ করা হলে, পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় একদল দুর্বৃত্তের হুমকিতে পানি দেওয়া বন্ধ করা হয়েছিল।

সাজেকে পানি সরবরাহকারী রুপন জ্যোতি চাকমা বলেন ‘রাতে একদল লোক অস্ত্র দেখিয়ে আমাদের বলে যায়, কিছু কটেজে পানি দেওয়া যাবে না। যদি দেওয়া হয়, তবে আমদের মেরে ফেলা হবে। তাই আমরা পানি দেওয়া বন্ধ করি। জীবনের মায়া তো সবার আছে। কয়েকদিন পর তারা আবার আমাদের বলে, পানি দেওয়া যাবে। তাই এখন আবার আমরা পানি দিচ্ছি।’

গর্বা কটেজের মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমাদেরটাসহ ১০-১২টি কটেজে হঠাৎ করে পানি বন্ধ করে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানলাম, যারা পানি দেয় তাদের নাকি সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস’র লোকজন পানি দিতে নিষেধ করে গেছে। বিভিন্ন জয়গায় যোগাযোগ করার পর, বর্তমানে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন ত্রিপুার বলেন, ‘যারা পানি সরবরাহ করে তারা কয়েকটি কটেজে বন্ধ করে দেয়। হঠাৎ কী কারণে এটি হয়েছে, আমি জানি না। কিন্তু বর্তমানে পানি সরবরাহ স্বাভাবিক আছে।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তদন্ত খন্দকার মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পানি বন্ধ ছিল শুনেছি। এ বিষয়ে আমারা মৌখিক বা লিখিত কোনও অভিযোগ পাইনি। তবে শুনেছি পানি সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে।’

সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। এটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকে মূলত লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরাদের বাস। রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে। তাই একে রাঙামাটির ছাদ বলা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির