X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আবাসন মেলা শুরু ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মার্চ ২০১৯, ১৭:৩৫আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৭:৪৪

সংবাদ সম্মেলন

চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। মঙ্গলবার (১২ মার্চ) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। ১৪ মার্চ শুরু হয়ে এই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৈয়ূম চৌধুরী বলেন, ‘১৪ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯ অনুষ্ঠিত হবে। গত বারের মতো এবারও চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু-বে বিউ’তে মেলা অনুষ্ঠিত হবে। এবার মেলায় ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার কো-স্পন্সর হিসেবে অংশ নেবে ১৭টি প্রতিষ্ঠান, ৭টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১১টি ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘১৪ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী।’

কৈয়ূম চৌধুরী বলেন, ‘মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল, অপরটি মাল্টিপল। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০টাকা। আর মাল্টিপলের মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন।  এর আগে মেলা উপলক্ষে ১৩ মার্চ বুধবার সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভির ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো শাকিল কামাল চৌধুরী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ