X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ময়ূর নদী খননের নামে দুর্নীতি হয়েছে: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ০৯:৫৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৯:৫৪

সভায় বক্তব্য রাখেন তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, ময়ূর নদী খননের নামে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। বিষয়টির তদন্তের ভার দুদককে দেওয়া হবে। সিটি করপোরেশনে কোনও দুর্নীতি চলবে না।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেসিসি মেয়র বলেন, ‘নগরীতে উন্নয়ন কাজ চলছে। এ সব কাজের মান রক্ষার দায়িত্ব আপনাদের। আপনারা স্ব স্ব ওয়ার্ডে কাজ তদারকি করবেন।’ তিনি বলেন, ‘আগামী প্রজন্মের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। একটি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরী গড়ে তুলে আগামী প্রজন্মকে উপহার দিতে হবে।’

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবিল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভা পরিচালনা করেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। সেখানে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগ নেতা চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, অ্যাডভোকেট রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, নুর ইসলাম বন্দসহ দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুকে আগামী ২৪ মার্চ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সফলভাবে উদযাপনে ওয়ার্ড, থানা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া