X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাকসু নির্বাচন: তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে সহাবস্থান দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১২:০৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১২:০৯

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে আয়োজিত সংলাপে তারা এ দাবি জানান।

রাকসু নিয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ছাত্রদলের সঙ্গে সংলাপ হয়।

সংলাপে ছাত্রদল যেসব দাবি জানিয়েছে সেগুলো হলো- রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য সকল ছাত্রসংগঠন ও সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন করতে হবে এবং ক্যাম্পাস ও হলে রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান কমপক্ষে ৬ মাস যাচাই করতে হবে,ক্যাম্পাসে রাজনৈতিক কর্মান্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাম্পাস ও হল থেকে পুলিশ প্রত্যাহার,গ্রহণযোগ্য সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে ৫ সদস্যের একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন,ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধ বিচরণ নিশ্চিত এবং ভোটকেন্দ্র একাডেমিক ভবনে রাখা ও সিসি ক্যামেরার আওতায় আনা।

সংলাপে ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী ও সামসুদ্দিন চৌধুরী সানিন। সংলাপে সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন উপস্থিতি ছিল না জানতে চাইলে সানাইন জানান,সভাপতি রাজশাহীর বাহিরে আছে। তবে সেক্রেটারির বিষয়টি এড়িয়ে যান তিনি।  

ক্যাম্পাসে ছাত্রদলের সহাবস্থানের দাবির প্রেক্ষিতে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কোনও সম্পৃক্ততা নেই। তবে রাকসু উপলক্ষে তারা আসতে চাইলে আমাদের কোনও আপত্তি নেই। তবে এই সহাবস্থানকে পুঁজি করে তারা যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে আমরা প্রতিহত করবো। 

/এসএসএ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা