X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ০৯:০৫আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১২:৩৯

ঘটনাস্থলে স্থানীয় জনগণের ভিড় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম, সাগর,শাহীন শাহ ও রবি নামে চারজনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে জয়নাল আবেদীনের রক্তাক্ত লাশ ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখতে পায় লোকজন। পরে সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এলাকাবাসী জানান, জয়নাল আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা ছিলেন। সৎ মানুষ হিসেবে তার একটি সুনাম ছিলো। 

জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, নিহত জয়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘পুলিশ একটি আম গাছের নীচ থেকে জয়নাল আবেদীনের রক্তাক্ত লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রক্তাক্ত কাপড়চোপর উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।’  

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। দোষীদের বিরোদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপকভাবে তদন্ত করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

তিনি এলাকাবাসীকে ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘পুলিশ সর্বোচ্চ গুরুত্বসহকারে এ ঘটনা তদন্ত করবে এবং দোষীরা শাস্তি পাবে।’ 




 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া