X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে নবজাতকের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৮:০৬আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৮:১৪

কুড়িগ্রাম কুড়িগ্রামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ার অপারেশনের সময় এক শিশুর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, অপারেশনের সময় নবজাতকের পেট কেটে ফেলা হয় এবং এ কারণে শিশুটি মারা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি অপরিণত ও প্রতিবন্ধী ছিল। গ্রীন লাইফ হাসপাতালে এই ঘটনা ঘটে।

শিশুর স্বজনরা জানান, সোমবার (১৮ মার্চ) রাতে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রতিধর চৌধুরী পাড়া গ্রামের বলরাম চন্দ্র রায়ের গর্ভবতী স্ত্রী লক্ষ্মীরানীর পেটে ব্যথা শুরু হয়। এরপর রাত ১১টার দিকে কুড়িগ্রাম শহরের বেসরকারি গ্রীন লাইফ হাসপাতালে নেওয়া হলে সঙ্গে সঙ্গে তাকে অপারেশন রুমে নেওয়া হয়। চল্লিশ মিনিট পর জানানো হয় সিজার হয়েছে। বাচ্চা প্রতিবন্ধী। পেছনে পা বের হয়ে আছে। তার মরদেহ একটি কার্টনে রাখা আছে। এরপর রাত ৩টার দিকে কার্টন খুলে দেখা যায়, নবজাতকের পেট কাটা এবং নাড়িভুড়ি বাইরে বের হয়ে আছে। হাত-পা সব ঠিক আছে। পরের দিন সকালে (মঙ্গলবার) এই ঘটনার প্রতিবাদ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের লোকদের অটোতে তুলে তিন কিলোমিটার দূরে রেখে আসে।

এ ব্যাপারে লক্ষ্মী রানীর দেবর প্রণব চন্দ্র রায় ওরফে পাভেল বলেন, ‘মঙ্গলবার সকালে আমি বিষয়টি ডাক্তারকে জানালে তারা উল্টাপাল্টা উত্তর দেন। এরপর আমাকে দ্রুত হাসপাতাল ত্যাগ করতে বলা হয়। সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি। আমরা এই হত্যার বিচার চাই।’

লক্ষ্মীরানীর স্বামী বলরাম চন্দ্র রায় জানান, ‘এটা আমাদের প্রথম সন্তান ছিল। আমরা আলট্রাসনোগ্রাম করেছি। কিন্তু কেউ বলেনি বাচ্চা বা বাচ্চার মায়ের কোনও সমস্যা রয়েছে।’

হাসপাতালের স্বত্বাধিকারী ডা. অমিত কুমার রায় নিজে সিজার করার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘বাচ্চাটির এবডোমিনাল ওয়াল তৈরি হয়নি। যাকে চিকিৎসার ভাষায় ওম ভেলোসিল বলা হয়। তার পেটের নাড়িভুড়ি সঠিকভাবে পরিপক্ক না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।’ শিশুটির পা শরীরের পেছনের দিকে থাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কিছু বলেননি। শুধু বলেন, ‘শিশুটি প্রতিবন্ধী ছিল।’

 

 

/এএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ