X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রঙ পাল্টে ‘সুপ্রভাত’ হচ্ছে ‘সম্রাট’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২০ মার্চ ২০১৯, ২৩:১৫আপডেট : ২০ মার্চ ২০১৯, ২৩:১৭

রঙ পাল্টে সুপ্রভাত হচ্ছে সম্রাট (ছবি– প্রতিনিধি)

গাজীপুর মহানগরের গাজীপুরা থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত চলাচলকারী সুপ্রভাত পরিবহনের বিভিন্ন বাসের রঙ বদলে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি. নামকরণ করা হচ্ছে। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় সরেজমিনে গাজীপুরা এলাকায় গিয়ে দেখা যায়, সুপ্রভাত পরিবহনের নাম পরিবর্তন করে সম্রাট পরিবহন লেখা হচ্ছে।

গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর প্রগতি সরণীতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় মারা যান বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনায় আট দফা দাবি নিয়ে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় সুপ্রভাত পরিবহনের ওই বাসের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু তাতে থেমে না গিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বুধবারও রাস্তায় নামেন। ক্ষুব্ধ শিক্ষার্থীদের ঘরে ফেরাতে রাজধানীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাসের চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআরটিএ।

বুধবার সন্ধ্যার দিকে গাজীপুরা এলাকায় গিয়ে দেখা যায়, সুপ্রভাতের কাউন্টারে ১৮-২০টি বাস রয়েছে। এর মধ্যে বেশিরভাগ বাসের গায়েই সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি. লেখা হয়েছে এবং ওই পরিবহন কোম্পানির নির্ধারিত রঙ করা হয়েছে। বাকি বাসগুলোর কোনও কোনোটিতে অর্ধেক রঙ করা হয়েছে, কোনও কোনোটিতে শুধু সামনের অংশে ‘সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.’ লেখা হয়েছে।

গাজীপুরা এলাকার চা-দোকানদার ইসমাইল হোসেন জানান, আজকে সারাদিন সুপ্রভাতের কাউন্টার থেকে কোনও বাসকে বের হতে দেখিনি। বাস মালিকেরা তাদের বাসের নাম মুছে ফেলছে। তবে কী কারণে বাসের নাম পাল্টাচ্ছে এ বিষয়ে কিছু জানেন না তিনি।

রঙ পাল্টে সুপ্রভাত হচ্ছে সম্রাট (ছবি– প্রতিনিধি)

টঙ্গী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘মালিকেরা ছাত্রদের ভাঙচুরের হাত থেকে বাস বাঁচাতে এ অভিনব কৌশল (নাম বদলাচ্ছে) অবলম্বন করছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাসচালক ও তাদের সহকারীরা জানান, সুপ্রভাত বাস সার্ভিসের সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু স্থানীয় পরিবহন শ্রমিক নেতার প্রভাব খাটিয়ে গাজীপুর মহানগরের গাজীপুরা পর্যন্ত নিয়মিত চলাচল করেছে। এ পরিবহনের প্রায় ৫০-৬০টি বাসের অনুমতি থাকলেও প্রায় দুই থেকে আড়াইশ’ বাস প্রতিদিন ঢাকা থেকে গাজীপুরা পর্যন্ত চলাচল করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘সুপ্রভাত বাস সার্ভিসের নাম পরিবর্তনের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। সুপ্রভাত পরিবহনের কোনও বাস গাজীপুরে প্রবেশ করতে পারবে না। তবে নাম পরিবর্তন করে মহাসড়কে চলাচল করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যেকোনও পরিবহন কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে অন্য পরিবহন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারে। তবে যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবে, সেই প্রতিষ্ঠানটির বৈধ অনুমোদন বা লাইসেন্স আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের