X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘সুপ্রভাতে’র বাস ‘সম্রাট’ হয়ে সড়কে নামলে ব্যবস্থা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২২ মার্চ ২০১৯, ১৮:৩২আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৮:৩৬

রঙ পাল্টে সুপ্রভাত হচ্ছে সম্রাট (ফাইল ছবি)

সুপ্রভাত পরিবহনের বাসের রঙ ও নাম বদলে সম্রাট পরিবহনের নামে সড়কে নামানো হলে আইনি ব্যবস্থা নেবে সম্রাট পরিবহন কর্তৃপক্ষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে বলে দাবি করেছে সম্রাট পরিবহন।

গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় গিয়ে গত বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় দেখা যায়, সুপ্রভাত স্পেশাল সার্ভিসের অনেকগুলো বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন পেট্রোলপাম্প এবং খোলা মাঠে পার্কিং করে রাখা হয়েছে। বাসগুলোর পাহারায় রয়েছেন কয়েকজন চালক ও হেলপার। এর মধ্যে বেশিরভাগ বাসেরই রঙ পাল্টে ফেলা হয়েছে। নতুন করা রঙে ঢাকা পড়েছে সুপ্রভাত নামটি। পুরনো নাম বদল করে বাসের গায়ে লেখা হয়েছে— ‘সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.’। সম্রাট পরিবহনের নিজস্ব যে ব্র্যান্ড কালার রয়েছে, সেই রঙ-ই ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় সুপ্রভাতের বাসগুলোতে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে ফের গাজীপুরা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে সুপ্রভাত স্পেশাল সার্ভিসের শতাধিক বাস রয়েছে। তবে রঙ ও নাম বদলের কাজ বন্ধ রয়েছে। নাম বদলের সঙ্গে জড়িত সুপ্রভাত পরিবহনের কাউকেই এদিন ঘটনাস্থলে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর নদ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউপিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন বুধবারও ওই এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি, বাড্ডা ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধের যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

পরে ওইদিন বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দিয়ে এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

রঙ পাল্টে সুপ্রভাত হচ্ছে সম্রাট (ফাইল ছবি)

তাদের ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এক চিঠিতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচলে নিষেধাজ্ঞা জারির কথা জানায়  বিআরটিএ।

তবে এই নিষেধাজ্ঞা জারির আগেই ছাত্রবিক্ষোভের মুখে বাসের রঙ ও নাম পরিবর্তনের কাজ শুরু করে সুপ্রভাত পরিবহন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার মহাখালী থেকে গাজীপুর ও কাপাসিয়া হয়ে নরসিংদীর মনোহরদী পর্যন্ত সম্রাট পরিবহনের বাস চলাচল করে। এ সড়কে তাদের প্রায় ৫০টি বাস রয়েছে। এর মধ্যে সড়কে চলাচল করে প্রায় ৩৫টি বাস। সম্রাট পরিবহনের দাবি, কোনও পরিবহন কোম্পানি নাম ও রঙ বদলে তাদের নামে (সম্রাট পরিবহন)  সড়কে নামলে আইনি ব্যবস্থা নেবে তারা।

এ বিষয়ে সম্রাট পরিবহন কোম্পানির সদস্য শাহনূর সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমনিতেই আমাদের গাড়ির সংখ্যা বেশি। নতুন করে সুপ্রভাতের কোনও গাড়ি নেওয়ার কোনও পরিকল্পনা আমাদের নেই।’

সম্রাট পরিবহন কোম্পানির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফরিদ বলেন, ‘আমাদের সঙ্গে সুপ্রভাত বা জাবালে নূর পরিবহনের কোনও আলাপ-আলোচনা হয়নি। সড়কে এমনিতেই আমাদের গাড়ি বেশি। তারা যদি আমাদের নাম ব্যবহার করে সড়কে আসার চেষ্টা করে, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেবো।’

জাতীয় শ্রমিক লীগ কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, ‘সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের দু’টি বাস আজ  (বৃহস্পতিবার) কাপাসিয়ায় এসেছে। তারা নাম পাল্টে সম্রাট ট্রান্সলাইন হিসেবে ঢাকা-মনোহরদী রুটে চলাচলের চেষ্টা করছে। সম্রাট ট্রান্সলাইনের সব মালিক ও কাউন্টারে এটা জানানো হয়েছে। ওই পরিবহন সংস্থার (সুপ্রভাত) কোনও বাস সম্রাট ট্রান্সলাইনে ঢুকতে দেওয়া যাবে না।’

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘সুপ্রভাত স্পেশাল সার্ভিসের গাড়িগুলোর কাগজপত্র চেক করে দেখা গেছে, তাদের বাস গাজীপুরে প্রবেশের কোনও অনুমতি নেই। তারা এতদিন গাজীপুর পর্যন্ত কিভাবে গাড়ি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নাম পরিবর্তনের বিষয়টি এখনও চোখে পড়েনি।’

তিনি আরও বলেন, ‘সুপ্রভাত স্পেশাল সার্ভিসের কোনও গাড়ি সড়কে পাওয়া যায়নি। নাম পরিবর্তনের অভিযোগ ওঠায় সম্রাট পরিবহনের কোনও গাড়ি সড়কে পাওয়া গেলেই সেগুলোর কাগজপত্রও যাচাই-বাছাই করা হচ্ছে। তবে অবিযোগের সত্যতা এখনও পাওয়া যায়নি।’

আরও পড়ুন–

রঙ পাল্টে ‘সুপ্রভাত’ হচ্ছে ‘সম্রাট’

 

/এমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী