X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বুড়িমারীতে চার দিন আটকে রেখে ধর্ষণ: গ্রেফতার দুই

লালমনিরহাট প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০৯:৪৯আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:৪৯

গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার যশোদা বাস কাউন্টারে আটকে রেখে এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়াম এলাকার আনন্দ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন  হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও পাটগ্রাম থানার ওসি মো. মনসুর আলী।  

গ্রেফতার দুইজন হলো, মামলার এজাহারে উল্লেখ এক নম্বর আসামি যুবলীগ কর্মী নজরুল ইসলাম নজু (৪০) ও মামলার চার নম্বর আসামি নুরুন নবী (২৭)। যুবলীগ কর্মী নজরুল ইসলাম নজু হাতীবান্ধা উপজেলার বারাইপাড়া (কানিপাড়া) এলাকার মৃত.আফছার আলীর ছেলে। তিনি আনন্দ আবাসিক হোটেলের পরিচালক। অপর আসামি নুরুন নবী পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর বটতলী এলাকার রমজান আলীর ছেলে।    

এ নিয়ে ওই ধর্ষণ মামলার তিন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মামলার দুই নম্বর আসামি ও স্বেচ্ছাসেবক লীগের বুড়িমারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার রাতেই পুলিশ  লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।       

পাটগ্রাম থানার ওসি মো. মনসুর আলী বলেন, ‘গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিরা হাতীবান্ধার আনন্দ আবাসিক হোটেলে আছে। এ সংবাদ পেয়ে হাতীবান্ধা ও পাটগ্রাম থানা পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ’

উল্লেখ্য, শেরপুর জেলার নকলা থেকে আসা ওই নারীকে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে যশোদা পরিবহনের বাস কাউন্টার আটকে রাখে। তারা ওই নারীকে চার দিন আটকে রেখে সংঘবন্ধ র্ধ্ষণ করে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার ও রেজাউল ইসলামকে আটক করে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা