X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিলাইছড়ির ঘটনার তিনদিন পর মামলা

রাঙামাটি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১১:৫২আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:১৯

রাঙামাটি

রাঙামাটির দুর্গম এলাকা বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চগ্যাকে গুলি করে হত্যার তিন দিন পর শনিবার সকাল ১১টার দিকে মামলা হয়েছে। তবে এখনো কাওকে আটক করতে পারেনি পুলিশ। বিলাইছড়ি থানার ওসি মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুক্ষণ আগে উপজেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলা জেএসএস এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাসহ ২০ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দেরিতে হওয়া সম্পর্কে বিলাইছড়ি থানার ওসি মো.পারভেজ জানান,‘ আমরা নিহতের পরিবারের জন্য অপেক্ষা করেছিলাম। এছাড়াও পরিবারে সদস্য মারা যাওয়ার বিষয়টি মাথা রেখে আমরা তাদেরও কোনও চাপ দেইনি। অন্যদিকে তারা যে এলাকায় থাকেন সেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই তাদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে মামলা নিতে তিন দিন দেরি হয়েছে।

এর আগে হত্যার ঘটনা বর্ণনা করে সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার ছেলে নিরুপম তঞ্চঙ্গ্যা বলেন,‘আমি ও মা-বাবাসহ আরও চারজন বোটে করে ফারুয়ায় নির্বাচন শেষে উপজেলা সদরে আসছিলাম। হঠাৎ দেখলাম বোটম্যান বোট থামিয়ে দিলো, আমরা তাকে জিজ্ঞেস করলাম, কি হলো, বোট থামলে কেন, তখন সে উত্তর দিলো পিছন থেকে কারা ডাকছে। আমি তাকে বললাম থামতে হবে না, তুমি বোট চালিয়ে যাও, তখন সে বললো, বোট না থামালে ওরা গুলি করবে বলছে। এরপর অস্ত্রধারী তিনজন এসে আমাকে আর বাবাকে উপরে তুলে নিলো। এসময় মাকে লাথি দিয়ে পানিতে ফেলে দিলো। তারা ওপরে তোলার পর আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে এবং আমার বাবার কপালে ও পেটে গুলি করে চলে যায়। মাত্র ৪ মিনিটের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেলো।’ তিনি এই হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ দাবি করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর এই হামলার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির জেলা সম্পাদক নীলোৎপল খীসা। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া