X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৭:১৮আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৭:২৯

কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম (ফাইল ছবি)

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরার সাত উপজেলায় ভোটগ্রহণ হবে আগামীকাল রবিবার। সেজন্য আজ শনিবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়। এদিকে, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে জেলায় ছয়স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।

শনিবার বেলা ১১টা থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার হাতে ব্যালট বক্স, ব্যালটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের।

সাতক্ষীরা জেলা নির্বাচনি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির বলেন, ‘৫৯৭টি কেন্দ্রের জন্য ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে। রবিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে আমরা আশা করছি।’

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, জেলার ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ৪২৯টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি বলেন, ‘জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনও মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’

নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ১২ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি আরও দুই জন অস্ত্রধারি সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া, প্রতি দুই ইউনিয়নে একজন করে পরিদর্শকের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করবে। প্রত্যেক থানায় ১০ জন পুলিশের একটি টিম টহল দেবে। প্রতি থানায় ২০ সদস্যের বিজিবির টিম ও র‌্যাবের টিম টহলে থাকবে। প্রত্যেক থানায় জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম ও একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে।

সাতক্ষীরার ৭ উপজেলায় ১৫ লাখ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

/এমএ/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!