X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইলিশের উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে: মৎস্য প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৮:৩৬আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৮:৪২

বক্তব্য রাখছেন আশরাফ আলী খান খসরু (ছবি– প্রতিনিধি)

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘দেশে ইলিশের উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরে ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। বিএফআরআই (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট) প্রণীত জাটকা ইলিশ রক্ষার আধুনিক ব্যবস্থাপনা কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে মৎস্য অধিদফতর। আর এ কারণে ইলিশের উৎপাদন বেড়েছে।’

শনিবার (২৩ মার্চ) দুপুরে চাঁদপুরে বিএফআরআই-এর উদ্যোগে ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুদ নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ আলী খান খসরু বলেন, ‘বর্তমান সরকারের আমলে জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ এবং অভয়াশ্রম তৈরির কারণে ইলিশের আকার অনেক সুষম হয়েছে; বাজারে বিভিন্ন বয়সের বিভিন্ন আকারের ইলিশ প্রায় সবসময়ই পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইলিশসহ সব মৎস্য উৎপাদন বৃদ্ধির এই ধারা কীভাবে ধরে রাখা যায়, সে বিষয়ে বিজ্ঞানীদের নিরলস গবেষণা চালিয়ে যেতে হবে। বিজ্ঞানীদের গবেষণা পরিচালনার মাধ্যমে ইলিশের প্রকৃত মজুদ এবং সর্বোচ্চ সহনশীল উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

মৎস্য প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে মৎস্য অধিদফতর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাটকাসমৃদ্ধ ১৭ জেলার ৮৫টি উপজেলায় ২ লাখ ৩৮ হাজারেরও বেশি জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে ৪ মাসের জন্য মোট ৩৮ হাজার ১শ’ ৮৮ মেট্রিক টন খাদ্য সহায়তা দিচ্ছে, যা অতীতের কোনও সরকার দেয়নি। জেলেদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) দেওয়ায় তাদের অন্নের সংস্থান নিশ্চিত হয়েছে। এতে অনেক ক্ষেত্রে জেলেরা স্বপ্রণোদিত হয়ে জাটকা আহরণ থেকে বিরত থাকছে। এটা বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি নির্ভর করে এর প্রজনন সফলতা, জাটকা রক্ষা এবং মাছ আহরণের পরিমাণের উপর। ইলিশ উৎপাদন বৃদ্ধির মূলে রয়েছে জাটকা রক্ষা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকে ইলিশ সম্পদের ওপর অব্যাহত গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ইতোমধ্যে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইলিশের সুনির্দিষ্ট প্রজননক্ষেত্র, জাটকার বিচরণক্ষেত্র সনাক্ত করেছেন। ইনস্টিটিউটের গবেষণালব্ধ ফলাফলে সরকার বিভিন্ন নদ-নদীর জাটকা প্রধান অঞ্চলে ৬টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করেছে। একেকটি অভয়াশ্রম ইলিশ উৎপাদনের সূতিকাগার হিসেবে কাজ করছে। ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে আশ্বিনের ভরা পূর্ণিমার ৪ দিন আগে, পূর্ণিমার দিন এবং পূর্ণিমার ১৭ দিন পরে অর্থাৎ মোট ২২ দিন সারাদেশের সাগর, নদ-নদীতে প্রজননক্ষম ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। বিএফআরআই থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে এসব অভয়াশ্রম এলাকার জিপিএস পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। ফলে ওই অভয়াশ্রমগুলোতে আহরণ নিষিদ্ধকালীন যথোপযুক্তভাবে জাটকা নিধন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে এবং ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।’

বিএফআরআই-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল। এ ছাড়া, আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, নৌ-পুলিশ সুপার মো. জমসের আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা