X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

র‌্যাবের ছিনিয়ে নেওয়া অস্ত্র সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ২০:৩৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:০৩

ইউনিয়নের খাটিহাতা গ্রামটি ঘিরে ফেলেছে র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে একটি মাদকের আস্তানায় অভিযানের সময় র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় খায়ের মিয়া, ইয়াকুব মিয়া ও মেম্বার দুলাল মিয়া জানান, রবিবার দুপুর ১টার দিকে বেতবাড়ীয়া গ্রামে একটি মাদকের আস্তানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা হানা দেয়। এ সময় র‌্যাব বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ঘিরে ফেলে। মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে র‌্যাবের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক মাদক ব্যবসায়ী একজন র‌্যাব সদস্যের কোমরে থাকা একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ খবর পেয়ে র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেকার উদ্দিন, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরসহ অতিরিক্ত ফোর্স এসে পুরো গ্রামটি ঘিরে ফেলে। পরে স্থানীয় বুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রটি একটি পরিত্যক্ত ঝোঁপ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, ঘটনার সময় আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিলাম। পরে অনেকে আমাকে ফোনে জানায় র‌্যাব পুরো গ্রাম ঘিরে ফেলে রেখেছে। আমি গ্রামে এসে ঘটনা জানতে পারি। পরে র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাটি আমাকে জানানো হয়। আমি মাদকের আস্তানা থেকে পালিয়ে যাওয়া যুবকদের স্বজনদের সঙ্গে কথা বলি। পরে স্বজনদের মাধ্যমে আমিও যুবকদের সঙ্গে কথা বলি। তারা জানায় অস্ত্রটি নন্দনপুর বিসিক শিল্পনগরীর পাশে একটি ঝোঁপে রেখে পালিয়েছে। পরে তাদের কথামতো অস্ত্রটি উদ্ধার করে র‌্যাবকে হস্তান্তর করি। তিনি জানান, এ সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনায় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও কেউ কথা বলতে রাজি হননি। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেকার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কথা থাকলে ক্যাম্পে আসেন। এখানে কিছু বলতে পারবো না।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা