X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
সিকৃবি শিক্ষার্থীকে হত্যা

বাসচালক ও হেলপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ০৯:২৪আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:২৪

ঘোরী মো. ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় বাসচালক ও হেলপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দিয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ । রবিবার (২৪ মার্চ) বিকাল পাঁচটার দিকে বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক আলীকে আদালতে চালান দেওয়া হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (ডিউটি অফিসার) বিকাশ বিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নিহতের পরিবারের কেউ না আসায় মামলা রুজু হয়নি। পরে ঘাতক বাসচালক ও হেলপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হয়তো সোমবার নিহতের পরিবারের অভিভাবক আসার কথা রয়েছে। আসলেই নিয়মিত মামলা রুজু হবে।’
মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী বলেন, ‘বাসচালক ও হেলপারকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এদিকে, সিকৃবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে পরিবহন শ্রমিকরা চালক জুয়েলকে আটক করে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করে। সেখানে রাতেই তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক জুয়েল আহমদের বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে হেলপার মাসুক আলীকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার শ্বশুরবাড়ি ছাতকের সিংচাপইড়র গ্রাম থেকে আটক করা হয়। রাতেই তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ওয়াসিমসহ ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার বিকালে ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে ওঠেন। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। একপর্যায়ে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা রাকিব হোসেন নামে আরেকজন শিক্ষার্থী বাস থেকে লাফ দিয়ে নামেন। ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট এম এ জি ওসমানী সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরী মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিনের ছেলে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী