X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আনন্দে জড়িয়ে ধরেছেন’

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৫ মার্চ ২০১৯, ১৮:২২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৫৭

 

ম্রো নারী ও তার ভাইয়ের সংবাদ সম্মেলন

‘গত ২২ তা‌রিখ মে‌রিন চর এলাকায় নব নির্বাচিত চেয়ারম্যানের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার সময়  তি‌নি আমাকে আনন্দে জড়িয়ে ধরেন। এতে  তি‌নি কোনও অন্যায়  করেন‌নি। আ‌মি ১৮ মার্চ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আবুল কালামের জন্য অনেক কষ্ট করেছি। তি‌নি চেয়ারম্যান নির্বা‌চিত হওয়ায় আমরা অনেক খু‌শি হ‌য়েছি। তি‌নি আমার বড় ভাই। তি‌নি আমাকে ছোট বোন হিসেবে জড়িয়ে ধরেছেন।’ সোমবার বিকেল (২৫ মার্চ) ৫টার দিকে চেয়ারম্যানের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ম্রো নারী এসব  কথা ব‌লেন। 

সংবাদ সম্মেলনে ম্রো নারী ও তার বড় ভাই মেনরুং ম্রো, সাংবা‌দিক মমতাজ উ‌দ্দিন আহমেদ ও সাংবা‌দিক মো. র‌ফিকসহ মে‌রিন চর এলাকার পাড়াবাসী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের এ ভাই বোনের সম্পর্কে অনেকে খু‌শি নয়। তাই তারা ফেইসবুক, ইন্টারনেট, অনলাইন ও টেলিভিশনে আমাদের সম্পর্কে উল্টা-পাল্টা কথা বলছেন এবং নানা অপপ্রচার চালাচ্ছেন। আমরা এক পরিবারের মতো। তাই চেয়ারম্যারে বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। এ নিয়ে আমার প্র‌তিবাদেরও কারণ নেই। এঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে  আমাদের পাড়ার কারো কোনও অভিযোগ নেই।  চেয়ারম্যানের প্র‌তি আমরা সবাই  খুব খু‌শি।

এসময় তি‌নি আরও বলেন, ‘আবুল কালাম চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি।  তার বি‌রুদ্ধে আমরা কোনও অভিযোগ করবো না। ’

‘চেয়ারম্যান না ধরলে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম’

ভাইরাল হওয়া ছবির প্রতিবাদ জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছেন ওই ম্রো নারী। সেখানে তিনি লিখেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমি ও আমার পরিবারের সদস্যরা সতন্ত্র প্রার্থী আবুল কালাম এর দোয়াত কলম মার্কায় প্রচার প্রচারণা চালিয়েছি। নির্বাচনে আমি আবুল কালামের দোয়াত কলম মার্কার একজন একনিষ্ট কর্মী ছিলাম। মূলত আবুল কালামের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের একটি সম্পর্ক আছে। আমরা তাকে অসাম্প্রদায়িক ও সৎ চরিত্রবান ব্যক্তি হিসেবে জানি। তার বাবাও তার মতো সব সম্প্রদায়ের প্রিয় ব্যক্তি ছিলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা পাড়াবাসী গত শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ পাড়ায় সংবর্ধনা দেই। সংবর্ধনা চলাকালীন আমি অন্যান্যদের মত চেয়ারম্যানকে মালা পরানোর পর আবেগ প্রবণ হয়ে খুশিতে কেদে ফেলি এবং এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় চেয়ারম্যান আমাকে ধরে না ফেললে আমি গুরুতর আঘাত পেতাম। পাশাপাশি চেয়ারম্যান কান্না থামানোর জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এসময় আমার পরিবারের সদস্য মা, বাবা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও কয়েক পাড়ার দুই শতাধিক লোকজন সংবর্ধনাস্থলে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয়কে আমি এবং আমার ভাইয়েরা আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি এবং তিনি আমাদের ছোট ভাই  বোনের মতো জানেন। তার মধ্যে আমি বা আমরা কখনও খারাপ প্রবৃত্তি দেখিনি এবং তিনি এ ধরনের লোক নন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি জানতে পেরেছি ওই অনুষ্ঠানে আমার ও চেয়ারম্যান আবুল কালামের ছবি চেয়ারম্যান মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে পোস্ট করেন। এসব ছবিকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গ্রুপের কিছু লোকজন ও প্রতিক্রিয়াশীল চক্র আমার ছবিগুলিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিকৃতভাবে মন্তব্য করেন যা আমার আত্মসম্মানে চরম আঘাত করেছে। আমার ছবিগুলো ভাইরাল করার আগে অথবা মিডিয়াতে প্রকাশের আগে আমার ও আমার পরিবারের বক্তব্য নেওয়া উচিত ছিল। আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে আমি জানি না। জনেছি পরে। এটা দুঃখজনক এবং আমার জন্য মানহানিকর। আমি ছবি যারা ভাইরাল করেছে তাদের বিকৃত মিথ্যা বক্তব্য প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।’

 

/জেবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!