X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেতাকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে থানা ঘেরাও-বিক্ষোভ, পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৮:৫৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৯:০৬

যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে ছাত্রলীগকর্মী আজহারুল হক তমালকে পুলিশি হেজাফতে নির্যাতনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের কালীবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করেন তারা। এ সময় তারা ওসিকে প্রত্যাহারসহ পুলিশের শাস্তি দাবি করেন। এক পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।

কালীবাড়ি এলাকায় মানবন্ধনে বক্তৃতা করেন, তমালের বাবা যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুলসহ আওয়ামী ও ছাত্রলীগের নেতারা। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা চালায়।

গতকাল রবিবার উপজেলা নির্বাচনের দিন ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে তমালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নেওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় এক পুলিশ তাকে বেধড়ক মারপিট করে। এতে তমাল গুরুতর আহত হয়। পরে পুলিশ আহত তমালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দুইটার দিকে বিপুল সংখ্যক পুলিশ কড়া পাহারায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত তমালকে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়।

এদিকে তমালকে নির্যাতনের অভিযোগে পুলিশ সদস্য আল আমিনকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, ‘যে পুলিশ এ অন্যায় কাজ করেছে তাকে আমরা ইতোমধ্যে ক্লোজ করেছি। একটি তদন্ত কমিটিও করা হয়েছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়