X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জাল সৌদি রিয়ালসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২০:৪৩আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৫১

রাজশাহীতে আটক জাল রিয়াল রাজশাহীতে সৌদি রিয়াল জাল নোট চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করা করে। অভিযানে সৌদি আরবের ১০০ রিয়ালের দুটি আসল এবং ২০১টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চারজন হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার বৈকুন্টপুর মোল্লাকান্দি গ্রামের কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা (৪৫) ও মমতাজ উদ্দিন মোল্লা (২৮), গোপালগঞ্জের মোকসেদপুর থানার আকদিয়া গ্রামের মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২) এবং একই এলাকার খালেক শেখের ছেলে বাবলু শেখ (৩৫)। জাল রিয়ালসহ আটক চার জন

গ্রেফতারের পর সোমবার দুপুরে মহানগর ডিবি কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে সৌদি আরবের ১০০ রিয়ালের দুটি আসল এবং ২০১টি জাল নোটসহ ইলু শেখ ও বাবুল শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য দুই সদস্য টুটুল ও মমতাজকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।’

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ইফতেখায়ের আলম জানান, ‘এ চক্রটি এক সপ্তাহ আগে রাজশাহীতে এসেছে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে তাদের প্রতারণা কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা মূলত সহজ-সরল মানুষদের লোভে ফেলে এধরণের তৎপরতা চালিয়ে থাকে।’

এক প্রশ্নের জবাবে ইফতেখায়ের আলম বলেন, ‘এর আগেও রাজশাহীতে ভারতীয় জাল রুপি, বাংলাদেশি জাল নোট উদ্ধার করেছে। এবারই প্রথম সৌদি রিয়াল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এরা হজযাত্রীদের বেশি টার্গেট থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এদের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!