X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বিশেষজ্ঞ ডাক্তার’র ভুয়া পদবি ব্যবহার করায় জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ০৫:২৬আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৫:৩১

সিরাজগঞ্জ পল্লি চিকিৎসক হয়েও প্রেসক্রিপশনে বিশেষজ্ঞ ডাক্তারের ভুয়া পদবি লিখে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। তার নাম সেলিম আহম্মেদ। সোমবার (২৫ মার্চ) তাকে জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার এ জরিমানা করেন।

হাসিব সরকার জানান, সোমবার দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের ভুয়া পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে তিনি আর এমন প্রতারণা বা অনৈতিক কাজ করবেন না মর্মে মুচলেকা দেন। পরে জরিমানা আদায় করে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সেলিম শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজারের কাদের ড্রাগ হাউজ নামে একটি ওষুধ দোকানে মালিক। তার বাড়ি পৌর এলাকার মনিরামপুর মহল্লায়।

সেলিমকে ভ্রাম্যমাণ আদালতে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করে ছেড়ে দেওয়ায় শাহজাদপুর পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকারের মন্তব্য, ‘অভিযানের সময় ওই পল্লী চিকিৎসকের হৃদস্পন্দন আকস্মিক বেড়ে যায়। বড় ধরনের ঝুঁকি এড়াতে কারাদণ্ড না দিয়ে তাকে সর্বোচ্চ অর্থদণ্ড দেওয়া হয়েছে।  মুচলেকা নিয়ে পৌর মেয়রসহ গণ্যমান্য তিনজনের জিম্মায় সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এলাকাবাসীর অভিযোগ বিশেষজ্ঞ ডাক্তারের মতো দীর্ঘদিন তিনি রোগীদের প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক মেডিসিন লিখতেন। স্থানীয় ক্লিনিক মালিকদের কাছ থেকে কমিশনের টাকা হাতিয়ে নিতে প্রেসক্রিপশনে প্রায়ই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষাও দিদেন। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের সভায়ও উত্থাপিত হয়। পরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার নির্দেশে সোমবার (২৫ মার্চ) সেলিমের মনিরামপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট