X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনি সহিংসতা: মঠবাড়িয়ায় আগেভাগেই বিজিবি মোতায়েন

পিরোজপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৬:১৬আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৬:২৪

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনি সহিংসতা ঠেকাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে জেলার অন্যান্য উপজেলায় বিজিবি মোতায়েন হবে ২৮ মার্চ থেকে। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজউদ্দিনের সমর্থক গুলিশাখালী ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন তালুকদারের ওপর হামলা চালায় নৌকার প্রার্থী হোসাইন মোশারেফ সাকুর সমর্থকরা। এর জের ধরে বিদ্রোহী প্রার্থী  রিয়াজউদ্দিনের সমর্থকরা কুপিয়ে নৌকার প্রার্থী হোসাইন মোশরেফ সাকু ও তার সমর্থক গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম জনসহ বেশ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী  এলাকার আলমগীর মিয়ার বাড়ির সামনে রিয়াজউদ্দিনের সমর্থক ও গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগসহ সভাপতি জনি তালুকদার দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ২০/২৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় জনি তালুকদার দৌড়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া খেয়ে পাশে বিলের মধ্যে জনি তালুকদার পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে  জনি মারা যায়।

এদিকে জনি তালুকদার হত্যার ঘটনায় তার চাচা হলতা গুলিসাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. স্বপন তালুকদার বাদী হয়ে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং ২০-৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। ওসি জানান,  এ মামলার এজাহারভুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ও হানিফ নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- মঠবাড়িয়ায় নির্বাচনি বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা