X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের কর্মকাণ্ডে শঙ্কায় থাকি: শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৮:০৩

বক্তব্য রাখছেন শাবি উপাচার্য (ছবি- প্রতিনিধি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে শঙ্কায় থাকেন বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় স্বাধীনতা দিবসে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে  আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অসংখ্য গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এ কারণে ছাত্রলীগ তার গৌরব হারাচ্ছে। আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করি। কিন্তু ভেতরে ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে শঙ্কায় থাকি।’

সম্প্রতি বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজিব সরকারের ওপর হওয়া হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজিব সরকারের ওপর যারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী; তারা ছাত্র নামের জঙ্গি। আমি কখনও দেখিনি, প্রতিপক্ষ গ্রুপের কাউকে হত্যার উদ্দেশ নিয়ে কেউ রাজনীতি করে। এ ঘটনায় জড়িতরা কখনও ছাড় পাবে না।’

শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে উপাচার্য বলেন, ‘তোমরা বিশ্ববিদ্যালয়ের কোনও সমস্যা নিয়ে আমাদের কাছে আসো না; কোনও ঝামেলা নিয়ে আলোচনা করো না। তোমরা শুধু তোমাদের নিজেদের সমস্যা নিয়ে আসো।’

তিনি বলেন, ‘আদর্শে সবার গুরু বঙ্গবন্ধু। কিন্তু তোমরা তা ভুলে একেক সময় একেক ভাইকে গুরু মানছো; যা বঙ্গবন্ধুর আদর্শকে অপমান। এসব ভাই টাইপের নেতারা ছাত্রলীগকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে অস্থির করতে চায় সবসময়।’

ছাত্রলীগের নামে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন– সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে সকাল ৮টায় শহীদ মিনারে ও সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদ উদ্দিন আহমেদ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!