X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বীরগাথা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৮:০৪আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:৫৪
image

মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ সংবলিত ‘বীরগাথা’র পৃষ্ঠা

যাদের হাত ধরে এ দেশ স্বাধীন হয়েছে, যারা অস্ত্রহাতে যুদ্ধ করে পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীনতার সূর্যকে বাংলার করে নিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণীয় করে রাখতে তথ্যভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এজন্য জেলার জীবিত মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ গ্রহণের কাজ শুরু করা হয়েছে। ছাপের পাশে তাদের ছবিসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত থাকছে। প্রথম ধাপে সদর উপজেলার তালিকাভুক্ত সব জীবিত মুক্তিযোদ্ধার হাতের ছাপ নেওয়া শেষে আজ মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার তথ্যভিত্তিক স্মারকগ্রন্থ ‘বীরগাথা’র মোড়ক উন্মোচন করেন এর উদ্যোক্তা এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

গত ৭ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এরই মধ্যে সদর উপজেলাধীন প্রায় সাড়ে তিনশ’ মুক্তিযোদ্ধার হাতের ছাপ গ্রহণ ও ছাপের পাশে তাদের ছবিসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত লিপিবদ্ধ করার কাজ শেষ হয়েছে।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীরপ্রতীক আবদুল হাই সরকার বলেন, ‘এ এক অনন্য উদ্যোগ। আরও আগেই এমন উদ্যোগ নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও এমন উদ্যোগ নেওয়ায় বর্তমান জেলা প্রশাসককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এই উদ্যোগের জন্য জেলা প্রশাসক সুলতানা পারভীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুড়িগ্রামে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনে নেতৃত্বদানকারী এই বীর প্রতীক বলেন, ‘আমি চাই মুক্তিযোদ্ধাদের এমন ডকুমেন্টারি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। এতে পরবর্তী প্রজন্ম শিশু বয়স থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে।’

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ বলেন, ‘একসময় দেশে যখন কোনও জীবিত মুক্তিযোদ্ধা থাকবেন না তখন মুক্তিযোদ্ধাদের হাতের এই চিহ্নগুলো অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম জানবে, এই হাতগুলো ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের এই স্মৃতিগুলো পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্থায়ী ডকুমেন্ট হিসেবে থাকবে।’

হাতের ছাপসহ তথ্য লিখছেন মুক্তিযোদ্ধারা ‘বীরগাথা’ তৈরির সার্বিক তত্ত্বাবধানে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা বলেন, ‘আমাদের সূর্য-সন্তানদের অবদান আমাদের স্বাধীনতা। তাদের ঋণ কখনও শোধ হওয়ার নয়। সময়ের নিয়মে মুক্তিযোদ্ধারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তাদের যে হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি, যে হাতে অস্ত্র ধরে তারা আমাদের দেশকে হানাদারমুক্ত করেছেন, সেই হাত দুটোর ছাপ স্মৃতিচিহ্ন হিসেবে আমরা রেখে দিচ্ছি। এই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করা হবে। পরবর্তী প্রজন্ম জানবে, এই হাতগুলো ধরেই আমরা এ দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি।’

এ উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, ‘এ দেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছেন মুক্তিযোদ্ধারা। তাদের অবদান এই স্বাধীনতা। প্রকৃতির চিরাচরিত নিয়মে (মৃত্যু) মুক্তিযোদ্ধারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যে হাত দিয়ে অস্ত্র ধরে তারা আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন, তাদের সেই হাত দুটোর ছাপ আমরা রেখে দিচ্ছি। ভবিষ্যতে তাদের অনুপস্থিতিতে এই চিহ্নগুলো আমাদের স্মরণ করিয়ে দেবে, এই হাতগুলো ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি।’

আগামী এক মাসের মধ্যে কুড়িগ্রাম জেলার সব তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার হাতের ছাপযুক্ত ডকুমেন্টারি তৈরির কাজ শেষ করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। যতদিন বেঁচে থাকবো ততদিন মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন ধারণ এবং তা সংরক্ষণের চেষ্টা অব্যাহত রাখবো।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় মোট ৬১৪ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এরমধ্যে ৩৬৮ জন মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন। ‘বীরগাথা’ ডকুমেন্টারি তৈরির কর্মসূচিতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলার তালিকাভুক্ত জীবিত মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার মুক্তিযোদ্ধারা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ প্রমুখ। 

 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!