X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন পরবর্তী সহিংসতার ছবি তোলায় সাংবাদিককে পিটিয়ে জখম

গাজীপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৯:২১আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:৩১

এস এম সোহেল রানা গাজীপুরের শ্রীপুরে নির্বাচনের সহিংসতার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন মাই টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও শ্রীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস এম সোহেল রানা। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলা পরিষদ নির্বাচনের পর মাওনা চৌরাস্তা, মুলাইদ, মাওনা, ভাংনাহাটী এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। সহিংসতার এসব ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।  আহত এস এম সোহেল রানা

আহত সাংবাদিক শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সোহেল রানার ভাই আমান উল্লাহ ফরাজী জানান, রবিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে তার ভাই পেশাগত দায়িত্ব পালন শেষে শ্রীপুর থেকে মাওনা চৌরাস্তা হয়ে নিজ বাসায় আসছিলেন। এসময় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের শ্রীপুর রোডের (মাওনা চৌরাস্তা সংলগ্ন) বাসভবনে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে ২৫/৩০ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে হামলা করে। এ ঘটনার ছবি সাংবাদিক সোহেল তার হাতে থাকা মোবাইলে ধারণ করতে চাইলে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকার তার হাত থেকে মুঠোফোন কেড়ে নেন। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা সাংবাদিককে কিল-ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে হামলাকারীরা সাংবাদিক সোহেলকে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে জ্ঞান হারিয়ে ফেললে তারা সোহেলের মুঠোফোন নিয়ে চলে যায়। খবর পেয়ে সাংবাদিক সহকর্মী ও তার স্বজনেরা তাকে উদ্ধার করে মাওনায় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই শ্রীপুরের গণমাধ্যম কর্মীদের সহায়তায় স্বজনেরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আমান উল্লাহ ফরাজী আরও জানান, ‘সোহেলের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার তাৎক্ষণিকভাবে তাকে দেখতে আসেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের আশ্বাস দেন।’    

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোয় রবিবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকারের নেতৃত্বে কমপক্ষে ২০/২৫টি মোটরসাইকেরে করে ৪০ থেকে ৫০জন যুবক আমার বাড়িতে হামলা করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে ও তার বাড়ির গেট ভাঙার চেষ্টা করে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাগুলোর ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। এসব ঘটনায় পুলিশ অভিযুক্ত ফাহিম খন্দকারের ভাই নাঈম খন্দকারসহ ৩০ জনকে গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্ত ফাহিম খন্দকারকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
সাম্প্রদায়িকতার মাধ্যমে ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না: নাছিম
সাম্প্রদায়িকতার মাধ্যমে ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না: নাছিম
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০