X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

ঝালকাঠি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ২৩:৫৬আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:০০

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে সোহেল রানা ও শুক্কুর হাওলাদার নামের দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি মেহেদি হাসান শুভর (২৫)-কে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকায় এই ঘটনা ঘটে। এরপর বড়ইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।  

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, ডান হাত ও বাম পা কেটে নেওয়ায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত শুভ বড়ইয়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মাহবুরের ছেলে এবং বড়ইয়া বিশ্ববিদ্যালয়ের বিএম শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত শুভ পরিবারের সদস্যরা জানান, পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকার ইসরাফিল হাওলাদারের ছেলে নেয়ামত উল্লাহসহ কয়েকজন রাতে পিকনিকের কথা বলে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে শুভর মা মোবাইলে কল দিলে সে তার বন্ধুদের সঙ্গে আছে বলে জানায়। সকালে কলাকোপা বিলেরবাড়ি এলাকার মোহন চৌকিদার বাড়ির সামনের মাঠে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে বাড়িতে খবর দেন। স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মারা যায় শুভ।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন ও এসআই রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। শুভ বড়ইয়া কলেজের ছাত্র সোহেল রানা ও রাজাপুর ফাজিল মাদ্রাসার ছাত্র শুক্কুর হাওলাদার হত্যা মামলার আসামি এবং ঢাকায় অস্ত্র আইনের একটি মামলাও রয়েছে তার নামে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি নিচ্ছে বলেও জানায় পুলিশ।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!