X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যশোরে বইয়ের দোকানে আগুন

যশোর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ০৩:০৩আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৪:১২

যশোরে বইয়ের দোকানে আগুন যশোর শহরের দড়াটানায় মঙ্গলবার (২৬ মার্চ) রাতে একটি বইয়ের দোকান ও স্টিলের ট্রাংকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সমিতির অভিযোগ, জায়গা দখলে নিতে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আশঙ্কা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বইয়ের দোকান আহমেদ বুক ডিপোর মালিক লুৎফর রহমান জানান, রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পান। খবর শুনে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের লোকজনকে আগুন নেভানোর কাজ করতে দেখেন তিনি। দোকানে থাকা বই, খাতাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই ব্যবসায়ী। পাশের দোকান প্রগতি স্টিল ট্রাংকের দোকানের মালিক বলাই চন্দ্র দাবি করেন, আগুনে তার দোকানের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা মালিক সমিতির যশোর শাখার সাধারণ সম্পাদক মহসীন সরকার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নয়, পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ করবো।

প্রসঙ্গত, শহরের দড়াটানা থেকে হজরত গরীব শাহ (রা.) মাজার পর্যন্ত সরকারি জায়গায় বই, স্টিল ট্রাংক, লেপ তোষকসহ বিভিন্ন দোকান রয়েছে। সম্প্রতি এসব দোকান ছেড়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।

 

/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!