X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

নাটোরে মুকুলে ভরা আম গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা

নাটোর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১১:৪১আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:০৩

মুকুল থেকে ছোট ছোট আম নাটোরে আম গাছ মুকুলে ভরে উঠেছে। অন্য বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি লক্ষ করা যাচ্ছে। তাই এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। গতবারের তুলনায় এবার চাষীরা বেশি জমিতে আমের বাগান করেছেন, তাই লাভের পরিমাণও বেশি হবে বলে আশা কৃষকদের।

মুকুল থেকে দেখা দিয়েছে ছোট ছোট আম জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ২০১৭-১৮ অর্থবছরে নাটরে আম চাষ করা হয়েছিল ৪৮৪৪ হেক্টর জমিতে। ফলন পাওয়া গিয়েছিল ৬২ হাজার ৩২৮ মেট্রিক টন। চলতি ২০১৮-১৯ অর্থবছরে চাষ করা হয়েছে ৪৮৫০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ৮৭০ হেক্টর, নলডাঙ্গায় ৩৯০ হেক্টর, সিংড়ায় ৩৭৫ হেক্টর, গুরুদাসপুরে ২৯২ হেক্টর, বড়াইগ্রামে ৫৮২ হেক্টর, লালপুরে ১৭শ’ ৮০ হেক্টর ও বাগাতিপাড়ায় ৫৫৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। ক্ষিরসাপাত, গোপাল ভোগ, আশ্বিনা, ল্যাংড়া, ফজলি, লক্ষ্মণভোগ, আম্রপালি, মল্লিকা, বারি-৪ এবং লকনা জাতের আম নাটোরে বেশি উৎপাদিত হয় বলে জানান তিনি।

মুকুলে ভরা আম গাছ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, অধিকাংশ আম গাছে মুকুল এসেছে। কোনও কোনও গাছের মুকুল থেকে ছোট ছোট আমও এসে গেছে। সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবন বাগানে গিয়ে দেখা যায়, সেখানকার গাছগুলো ছোট ছোট আমে ভরা।

গণভবনের তত্ত্বাবধায়ক খায়রুল বাশার বলেন, ‘গত বছরের তুলনায় এবার আম গাছে মুকুলের পরিমাণ বেশি। আশা করি, এবার ফলনও বেশি হবে।’

মুকুল থেকে ছোট ছোট আম নলডাঙ্গা উপজেলার লক্ষ্মীকোল গ্রামের রহিদুল ইসলাম বলেন, ‘যে পরিমাণে মুকুল এসেছে, যদি শেষ পর্যন্ত থাকে তবে বাম্পার ফলন হবে বলে আশা করছি।’

সদর উপজেলার ভাটপাড়া গ্রামের গৃহবধূ মাসুরা বেগম কাকলি জানান, তার একটি ফজলি, কয়েকটি আম্রপালি ও ল্যাংড়া আমের গাছ আছে। প্রতিটি গাছে প্রচুর মুকুল এসেছে। বড় ধরনের কোনও কালবৈশাখী, শিলাবৃষ্টি বা অন্য কোনও কারণে মুকুল ঝরে না পড়লে, অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি আম পাওয়া যাবে।

 মুকুল থেকে ছোট ছোট আম এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় বেশি মুকুল এসেছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে, ফলন ভালো পাওয়া যাবে।’

রফিকুল ইসলাম জানান, এ জেলায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় আম্রপালি। এর পরেই লক্ষ্মণভোগ। তিনি বলেন, ‘নাটোরের সব জাতের আম সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে, দেশের বিভিন্ন অঞ্চলে তা রফতানি করা হয়। এর মাধ্যমে প্রতিবছর কৃষকরা লাভবান হচ্ছেন। ফলে দিন দিন এ জলায় আম চাষ বাড়ছে।’

 

/আইএ/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন