X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৯ মার্চ ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:২৬

তানজিলা মৌলি মিথি মোবাইল ফোনে স্বামী ও ফুফাতো ভাইকে বাঁচার আকুতি জানিয়েছিলেন তানজিলা মৌলি মিথি (২৫)। কিন্তু, বাঁচতে পারলেন না। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ‍তিনি মারা যান।

মিথি কাজ করতেন এফ আর টাওয়ারের দশম তলায় হেরিটেজ ট্যুরিজমে। ৮-৯ মাস আগে ঢাকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা রায়হানুল ইসলাম রিমনের সঙ্গে তার বিয়ে হয়।

ঢাকায় গার্মেন্টসে কর্মরত ফুফাতো ভাই মৌসুমের উদ্ধৃতি দিয়ে স্বজনরা জানান, এফ আর টাওয়ারে আগুন লাগার পর মিথি মৌসুমকে ফোন করে জানান, তাদের ভবনের নবম তলায় আগুন লেগেছে। এর আগে তিনি তার স্বামী রায়হানুল ইসলাম রিমনকেও একই কথা বলেন। তিনি তাদের বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর থেকে মিথির ফোন বন্ধ পাওয়া যায়। স্বামী রিমন ও ভাই মৌসুম সন্ধ্যায় কুর্মিটোলা হাসপাতালে হাতের আঙ্গুলের আংটি ও পরিচয়পত্র দেখে তার লাশ শনাক্ত করেন।

বাবা-মায়ের সঙ্গে তানজিলা মৌলি মিথি সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো, প্রতিবেশী মাহফুজুর রহমান লিটন ও স্বজনরা জানান, মিথি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদের একমাত্র সন্তান। তাদের বাড়ি বগুড়ার সান্তাহারের বশিপুর সরদারপাড়ায়। ২০০৯ সালে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন মিথি। ২০১১ সালে সান্তাহার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকায় চলে যান। সেখানে এশিয়ান ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। পরে হেরিটেজ ট্যুরিজমে চাকরি নেন।

মিথির স্বামী ও স্বজনদের আহাজারি শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মিথির মরদেহবাহী গাড়ি তাদের বাড়িতে পৌঁছে। এ সময় স্বামী রিমন, বাবা মাসুদ, মা ফেন্সি আকতারসহ স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়।

প্রতিবেশী মাহফুজার রহমান লিটন জানান, বাদ জুমা বাবলুর চাতালে জানাজা মেশে মিথির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।
আরও পড়ুন: 

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না