X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, আমার জন্য দোয়া করো’

মনির হোসেন, শরীয়তপুর
৩০ মার্চ ২০১৯, ০২:০৪আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০২:০৪

 

নিহত আতিকের স্ত্রী ও তার দুই সন্তান  রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগার পরে বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে মোবাইলে আতিকের সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী পলি আক্তারের। আতিক তাকে বলেছিল, ‘আমরা আগুনে আটকা পড়েছি। ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। আমার জন্য দোয়া করো।’ এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত হন মির্জা আতিকুর রহমান (৪২)। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পূর্বসারেঙ্গা গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আতিক চাকরির সুবাদে স্ত্রী পলি, ১০ বছর বয়সী মেয়ে মির্জা তাসফিয়া আক্তার তানহা ও চার বছরের ছেলে মির্জা রাফিউর রহমানকে নিয়ে ঢাকার এসিবি চত্বর মানিকদি বাজার আমতলিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি স্ক্যানওয়েল লজিস্টিক বাংলাদেশ (প্রা.) লি. কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এফআর টাওয়ারের ১৩ তলায় অফিস ছিল তার।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ম তলা থেকে আগুনের সূত্রপাত হলে ওই ভবনের ১৩ তলার অফিসে আটকা পড়েন আতিক। পরিবার অনেক খোঁজ করেও তাকে পাননি। পরে ওইদিন রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গিয়ে আতিকের মরদেহ শনাক্ত করেন চাচাতো ভাই মির্জা বাদল। পরে শুক্রবার বেলা ১১টার দিকে তার মরদেহ শরীয়তপুরের গ্রামের বাড়িতে আনা হয়। দুপুর ২টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

আতিকের স্ত্রী পলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মুহূর্তের আগুনে আমার সোনার সংসার ছাই হয়ে গেল। আমার সন্তানরা এতিম হয়ে গেল। ছেলে-মেয়েরা এখন কাকে বাবা বলে ডাকবে?’

শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘দুর্ঘটনায় শরীয়তপুরের একজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাটি বেদনাদায়ক। জেলা প্রশাসনেরর পক্ষ থেকে নিহতের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী