X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্বামী-সন্তানকে ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন পলি

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
৩০ মার্চ ২০১৯, ০৩:২৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৩:২৫

ফ্লোরিডা খানম পলি ‘বৃহস্পতিবার দুপুরে ছেলেসহ আমি গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলাম। দুপুর একটার দিকে স্ত্রীর ফোন পেয়ে জানতে পারি বনানীতে আগুন লাগার কথা। তখন পলি বলছিল আগুন লেগেছে, শ্বাস নিতে কস্ট হচ্ছে। এ সময় তার কণ্ঠে ছিল বাঁচার আকুতি। ওড়না ভিজিয়ে নাকের কাছে নিয়ে শুয়ে পড়তে বা সম্ভব হলে উপরে ছাদের দিকে যাওয়ার পরামর্শ দিতে থাকি আমি ও আমার ছেলে। কিন্তু দুপুর আড়াইটার পর তার আর কোনও সংযোগ পাইনি।’ কথাগুলো বলছিলেন বনানীর এফআর টাওয়ার আগুন লাগার ঘটনায় নিহত ফ্লোরিডা খানম পলির স্বামী ইউসুফ ওসমান।

ইউসুফ বলেন, ‘আগুন লাগার ঘটনার সময় পলির সঙ্গে যারা ছিল তারা বলছিল ১২ তলায় ওঠার চেষ্টাকালে ধাক্কাধাক্কি, প্রচন্ড ধোঁয়া ও অন্ধকারের মধ্যে সিঁড়িতে পড়ে যায় পলি। অনেকেই সিঁড়ি বেয়ে ওঠা-নামার একপর্যায়ে পড়ে গিয়ে হয়তো পদদলিত ও শাসকস্টে তার মৃত্যু হয়েছে। রাত ৮ টায় সিএমএইচ হাসপাতালে তার মরদেহ আছে বলে জানতে পারি। দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত জানতাম না তার সর্বশেষ পরিস্থিতি কী।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা চতুরপুর গ্রামের মৃত আফজাল হোসেন ও মা আতিমন নেসার পরিবারের ৪ বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন ফ্লোরিডা খানম পলি। স্বামী ইউসুফ ওসমান অবসরপ্রাপ্ত এয়ারফোর্সের সদস্য। চাকরি থেকে অবসর নিয়ে ইউসুফ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার পর সেখান থেকেও অবসর নেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। এদিকে, ইউসুফ ও পলি দম্পতির একমাত্র ছেলে ফয়সাল ঢাকার বেসরকারি ইউনির্ভাসিটি বিইউবিটিতে পড়াশুনা করছেন।
স্বামী ও সন্তানের সঙ্গে ফ্লোরিডা খানম পলি স্বামী ও সন্তানকে নিয়ে মিরপুর ৪নং রোডের শিয়ালবাড়ির ২নং বাসায় স্থায়ীভাবে বসবাস করতেন পলি। বনানীর সেই বিল্ডিংয়ের ১১ তলায় অফিস ছিল তার। শিপিং করপোরেশন রিলেটেড প্রতিষ্ঠান ‘ইস্কানোয়েল লজিস্টিক লিমিটেডের’ ম্যানেজার ছিলেন পলি।

ঢাকাকে আর লাশের নগরী হিসেবে দেখতে চান না পলির স্বামী ইউসুফ। চান আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে একটি বসবাস উপযোগী ঢাকা নগরী।’ শুক্রবার (২৯ মার্চ) বিকালে পলির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে এমনটাই জানান শোকে মুহ্যমান ইউসুফ উসমান।

নিহত পলির বড় বোনের মেয়ে ডা. ফাহিমা শামীম খুসবু জানান,‘তিনি তার খালার অফিসে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পারেন। সবশেষ তিনি তার কর্মস্থল এফআর টাওয়ারের ১১ তলা থেকে ১২ তলায় যাওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি একটি টেক্সট মেসেজ তার খালার সেলফোন নাম্বারে দিয়ে রাখেন। পরবর্তীতে তার খালার মৃতদেহ সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার সে মেসেজ দেখে তার সাথে যোগাযোগ করে লাশ শনাক্ত করে নিয়ে যেতে বলেন। পরে তার খালু ইউসুফ উসমান বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লাশ শনাক্ত করে ঢাকার বাড়িতে নিয়ে যান। আজ সকালে ঢাকায় প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে রওনা হন।’
শুক্রবার (২৯ মার্চ) দুপুরের পর পলির লাশবাহী গাড়ি শিবগঞ্জে মায়ের বাড়িতে এসে পৌঁছে। এ সময় চারিদিকে কান্নার রোল পড়ে যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।
বেলা সাড়ে ৩টায় উপজেলার জগন্নাথপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পলির মরদেহ তার পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা