X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ক্ষেতলালে ৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ কনস্টেবল আটক

জয়পুরহাট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ০২:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫১

 

জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ৮ লাখ টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে পাঁচবিবি থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃত কনস্টেবলের নাম মুহিদুল ইসলাম পাঁচবিবি থানায় কর্মরত। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, জয়পুর হাটের কালাই উপজেলার পুনট বাজারের পোল্ট্রি ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী রতন জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা তুলে মোটর সাইকেলে যোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুল মোটর সাইকেলে ক্ষেতলাল উপজেলার বটতলী সেতু এলাকায় এসে তাদের গতিরোধ করেন। এ সময় ব্যাগে ফেনসিডিল আছে দাবি করে তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কনস্টেবল। খবর পেয়ে বটতলী বাজারের স্থানীয় জনতা এসে পুলিশ কনস্টেবল মুহিদুলকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, ‘ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ পেয়ে বটতলী বাজার থেকে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুলকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া ব্যবসায়ীর পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, মুহিদুল পাঁচবিবি থানার কনস্টেবল। তিনি থানায় কাউকে কিছু না বলে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট