X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

শিক্ষার সব স্তরে গুণগতমান অর্জনে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

খুলনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ১৮:৪২আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৪২

শিক্ষার সব স্তরে গুণগতমান অর্জনে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বর্তমান সরকার উচ্চশিক্ষাসহ শিক্ষার সব স্তরে গুণগতমান অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী শিক্ষার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে। যাতে করে বিশ্ব প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি।’ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষামেলা-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষামেলার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় তার শিক্ষা ও গবেষণার ফলাফল সবার কাছে প্রদর্শন করার যে প্রচেষ্টা নিয়েছে তা প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পরিচায়ক। বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার পীঠস্থান হিসেবে সব গবেষণা ও উদ্ভাবনা উন্মুক্ত করবে, তুলে ধরবে এটাই স্বাভাবিক। জাতির মনন গঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন, জাতিকে দিক-নির্দেশনায় এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে উন্নত দেশ ও জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব অপরিসীম। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা রয়েছে।’
ডা. দীপু মনি বলেন, ‘প্রতিটি মানুষকে রাজনীতি সচেতন হতে হবে। কারণ রাজনীতির বাইরে কিছু নেই। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সাদা-কালোর তফাত বুঝতে হবে। এটা বুঝতে হলে রাজনীতি সচেতন হওয়া প্রয়োজন। যে রাজনীতি জঙ্গিবাদ, অপরাধকে উসকে দেয়, আশ্রয়-প্রশ্রয় দেয়- সে রাজনীতিকে সমর্থন বা প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। ’
শিক্ষামন্ত্রী বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় দেশের এবং বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, প্রতিবেশ, টেকসই উন্নয়ন, আর্থ-সামাজিক, নগর ও গ্রামভিত্তিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক, ইতিহাস-ঐতিহ্যভিত্তিক গবেষণা এবং চারু ও কারুকলার ওপরও গবেষণা পরিচালিত করছে। যার ইতিবাচক প্রভাব এ অঞ্চলের নগর থেকে গ্রামের সামাজিক ও আর্থিক উন্নয়নে বিশেষভাবে প্রভাব রাখছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে বছরে কয়েকশ’ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে আন্তর্জাতিকমানের গবেষণাও পরিচালিত হচ্ছে, কয়েকটি নতুন উদ্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। এসব গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে প্যাটেন্টের জন্য আবেদন করা হয়েছে। এসব সাফল্য নিঃসন্দেহে দেশ ও জাতির জন্য আশাব্যঞ্জক।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। স্বাগত বক্তৃতা রাখেন মেলা আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম।
এসময় মঞ্চে ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুনতাসীর মামুন, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ আরও অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: শেষ আসরে গাইলেন মন্ত্রীও!
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: শেষ আসরে গাইলেন মন্ত্রীও!
মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে অফে কলকাতা
মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে অফে কলকাতা
গ্রানাদাকে উড়িয়ে দিলো চ্যাম্পিয়ন রিয়াল
গ্রানাদাকে উড়িয়ে দিলো চ্যাম্পিয়ন রিয়াল
বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে: পরিবেশমন্ত্রী
বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত