X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা: সোনাগাজী মাদ্রাসায় পাঠদান স্থগিত, অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

ফেনী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৯, ১৮:১৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৯:০৮

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফেনী

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এক আলিম পরীক্ষার্থী ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় ওই মাদ্রাসার পাঠদান কার্যক্রম স্থগিত করেছে পরিচালনা পর্ষদ। একইসঙ্গে জেলহাজতে আটক মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রবিবার (৭ এপ্রিল) সকালে মাদ্রাসা পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।




কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সভায় ভিকটিমকে চিকিৎসার জন্য মাদ্রাসার তহবিল থেকে দুই লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মাদ্রাসা এলাকায় সিসি ক্যামরা স্থাপন, জ্যেষ্ঠ শিক্ষক হোসাইন আহমদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান এবং হত্যাচেষ্টায় জড়িতদের বিচারের আওতায় আনতে সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এরপর গত ৬ এপ্রিল সকাল ১০টায় প্রশ্নপত্র দেওয়ার আগ মুহূর্তে ওই মাদ্রাসাছাত্রীকে কৌশলে ছাদে ডেকে নিয়ে তার গায়ে কোরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। নৈশপ্রহরী মোস্তফা ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই ছাত্রীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার প্রভাষক আবছার উদ্দিন ও দু’জন আলিম পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: 

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেনীর সেই মাদ্রাসাছাত্রীর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

ফেনীর সেই মাদ্রাসাছাত্রী শঙ্কামুক্ত নয়

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় শিক্ষকসহ আটক ২

পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আমি এই ঘটনার বিচার চাই: সেই মাদ্রাসাছাত্রীর বাবা

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা: ‘অগ্নিসংযোগকারীদের পরনে ছিল বোরকা, হাতমোজা ও কালো চশমা’

 

 




/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা