X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চবি শিক্ষককে শোকজ

চবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৮:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৯:৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খন্দকার আলী আর রাজিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বিভাগের শিক্ষক খন্দকার আলী আর রাজির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বিভাগে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে খন্দকার আলী আর রাজি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে একটি চিঠি পেলাম, তারা উত্তর দিতে বলছেন, উত্তর তো দিতেই হবে।’

তিনি আরও বলেন, “আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও নিইনি। সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন এটা নিয়ে কথা বলছে আমি তা জানি না। এখানে তো চবি’র নাম নেই। তাহলে কীভাবে চবি’র বিষয় হলো বুঝতে পারলাম না। এটি আমাকে শুধু নাজেহাল করার জন্যই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলতে পারবে না?’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।’

ওই শিক্ষকের দাবি, যে পোস্ট নিয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে সেই পোস্টে তিনি কোনও বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করেননি। তারপরও কীভাবে তিনি অভিযুক্ত হলেন এই প্রশ্নে রেজিস্ট্রার কে এম নুর আহমদ অফিসে গিয়ে দেখা করতে বলে এ প্রতিবেদকের ফোন কেটে দেন।

প্রসঙ্গত, রবিবার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা পোস্ট করেন। লেখাটি হুবহু তুলে ধরা হলো- ‘গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ। শিক্ষকতাকে যদি পেশা হিসেবে নিয়ে থাকেন তাহলে ছাত্রছাত্রীদের সাথে যুক্তি-তর্ক-বিচার-বিশ্লেষণ তথা শিক্ষিত জনের মতো জ্ঞানের ভাষায় সমস্যা সমাধানের চেষ্টা করেন। যদি তা না পারেন, যেটুকু পারেন সেটুকু দায়িত্ব রেখে বাকিটুকু ছেড়ে দেন। কথায় কথায় নিজের ছাত্রের বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেবেন, অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেবেন, এসব কোনও শিক্ষকের কাজ হতে পারে না। দোহাই আপনাদের, শিক্ষকের কলুষিত মর্যাদাকে আরও কালিমালিপ্ত কইরেন না।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?