X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় অন্তর্ভুক্তির দাবি

শাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৬:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয়কে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লোকপ্রশাসন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ‘কলেজ পর্যায়ে লোকপ্রশাসনের যাত্রা, যুক্ত করবে নতুন মাত্রা’, ‘কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু করা হোক’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহণ করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এমএইচ সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, প্রভাষক মোস্তফা কামাল, জোবাইদা গুলশান আরা ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত সিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় পড়ানো হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো দেশের সরকারি কলেজগুলোতে লোকপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয় না। এতে একদিকে যেমন বিশেষায়িত জ্ঞানে অভিজ্ঞ জনশক্তি থেকে আমাদের জনপ্রশাসন বঞ্চিত হচ্ছে, তেমনি অপরদিকে লোকপ্রশাসন থেকে পাশ করা শিক্ষার্থীরা তাদের জ্ঞান ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন না। যৌক্তিক এই দাবি মেনে কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় চালু করার দাবি জানান বক্তারা।

পরে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত এ দাবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার কথা জানান আয়োজন শিক্ষার্থীরা।

 

/টিটি/
সম্পর্কিত
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সনদ জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি